প্রধান সংবাদ
ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক ফাঁকা
টাঙ্গাইল প্রতিনিধি:
ঢাকা-টাঙ্গাইল ও বঙ্গবন্ধু সেতু মহাসড়কটি অনেকটাই ফাঁকা। এ সময় মহাসড়কটিতে তেমন কোন গাড়ি দেখা যায়নি।
ঈদের আগের দিন সোমবার (২ মে) সকালে এই চিত্র দেখা যায়।
জানা গেছে, আজ সোমবার (২ মে) সকালে মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস, বিক্রমহাটি, রসুলপুর, কালিহাতী উপজেলার পৌলি, এলেঙ্গা, আনালিয়াবাড়ী, জোকারচরসহ বঙ্গবন্ধু সেতুর সংযোগ সড়কের গোলচত্বর এলাকা পর্যন্ত তেমন কোন যানবাহন চালাচল করতে দেখা যায়নি।
এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আতোয়ার রহমান বলেন, রোববার (১ মে) দুপুর থেকে মহাসড়কে ঘরমুখী যানবাহন ও মানুষের চাপ কমছে। সোমবার (২ মে) সকালে মহাসড়ক অনেকটাই ফাঁকা। আগের তুলনায় কম যানবাহন চলাচল করছে।
চিত্রদেশ//এফটি//