কর্পোরেট সংবাদপ্রধান সংবাদ

জমে উঠেছে শেষ সময়ের ঈদ বাজার

স্টাফ রিপোর্টার:
দরজায় কড়া নাড়ছে পবিত্র ঈদুল ফিতর। কয়েকদিন পরে পালিত হবে মুসলিম ধর্মাবলম্বীদের ঈদুল ফিতর। ঢাকা ছাড়া মানুষের স্রোত দেখা যাচ্ছে সবখানেই। এ পরিস্থিতিতেও রাজধানীর বিভিন্ন মার্কেটে ঈদকেন্দ্রিক জমজমাট বিক্রি চলছে।

রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা যায়, সারাদিনই ক্রেতাদের পদচারণায় মুখরিত থাকছে মার্কেটগুলো। তবে ক্রেতাদের ভিড় সব থেকে বেশি দেখা গেছে ইফতারের পর। প্রতিটি মার্কেটেই ইফতারের পর ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা গেছে। আর ক্রেতাদের এমন ভিড়ের সামাল দিতে হিমশিম খেতে হচ্ছে বিক্রয়কর্মীদের।

শুক্রবার (২৯ এপ্রিল) রাজধানীর বিভিন্ন মার্কেট ঘুরে ইফতারের পর ক্রেতাদের উপচেপড়া ভিড় দেখা যায়। শেষ সময়ে এসে তুলনামূলক কম দরদাম করে পছন্দের পোশাক কিনে নিচ্ছেন ক্রেতারা। ফলে ক্রেতাদের চাপ সামাল দিতে হিমশিম খাওয়া বিক্রেতাদের মুখেও হাসি ফুটেছে।

ব্যবসায়ীরা জানান, মহামারি করোনার কারণে গত দুই বছর ঈদকেন্দ্রিক তেমন ব্যবসা হয়নি। এবার গত দুই বছরের খরা কেটেছে। এবার রোজার শুরু থেকেই ঈদকেন্দ্রিক বিক্রি ভালো হচ্ছে। তবে মূল বিক্রি জমে উঠেছে ১৫ রোজার পর থেকে। এখন প্রতিদিনই ক্রেতারা মার্কেটে ছুটে আসছেন। ক্রেতাদের মূল চাপ থাকছে ইফতারের পর।

খিলগাঁও তালতলা মার্কেটের ব্যবসায়ী মো. মিলন বলেন, এবার আল্লাহর রহমতে ভালো বিক্রি হচ্ছে। আশাকরি চাঁদরাত পর্যন্ত এ বিক্রি থাকবে। এখন মার্কেটে মানুষ আসছে মূলত ইফতারের পর। সকাল থেকে দুপুর পর্যন্ত ক্রেতাদের তেমন চাপ থাকছে না।

মৌচাক মার্কেটে কেনাকাটা করতে আসা মালিহা বলেন, এখন যে গরম পড়ছে তাতে রোজা থেকে দিনের বেলায় বাইরে বের হওয়া খুবই কষ্টকর। তাই সন্ধ্যার পর মার্কেটে এসেছি।

গাউছিয়া মার্কেটের ব্যবসায়ী এনায়েত উল্লাহ বলেন, শেষ সময়ে কেনাকাটা বেড়ে গেছে। কয়েকদিন আগের ঝামেলার পর আমরা চিন্তিত ছিলাম যে, ক্রেতারা আসবে কি না। তবে আশানুরূপ ক্রেতা আসছে। আশা করছি আমাদের ক্ষতি পুষিয়ে যাবে।

মিরপুর থেকে নিউমার্কেটে পরিবার নিয়ে কেনাকাটা করতে আসা রাজু আহমেদ বলেন, রোজার শুরুতে কাজের চাপে ঈদের কেনাকাটা করতে পারিনি। ছুটি পেয়ে কেনাকাটা করতে এসেছি। মার্কেটে অনেক ভিড়, কিন্তু উপায় নেই। এখন কেনাকাটা না করলে আর সময় পাবো না।

আরেক ক্রেতা নাহিদা সুলতানা বলেন, পরিবারের জন্য কিছু কেনাকাটা বাকি ছিল। তাই সেগুলো কিনতে চলে এলাম।

ব্যবসায়ীরা বলছেন, শেষ সময়ে বিক্রি বেড়েছে। আশা করি চাঁদ রাত পর্যন্ত এমন বিক্রি অব্যাহত থাকবে।

এদিকে ঈদে সুলভ মূল্যে অল্প আয়ের মানুষের কেনাকাটার ভরসাস্থল ফুটপাত। তাই ঈদের কেনাকাটায় শেষ মুহূর্তে রাজধানীর ফুটপাতগুলোতে উপচে পড়া ভিড় দেখা গেছে।

চিত্রদেশ//এফটি//

 

Related Articles

Back to top button