বইমেলায় নিরাপত্তার হুমকি নেই: ডিএমপি কমিশনার
স্টাফ রিপোর্টার:
ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম জানিয়েছেন, এবার বইমেলায় নিরাপত্তার কোনো হুমকি নাই। তবে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জঙ্গী মেজর জিয়া জেলের বাইরে থাকার কারণে সবকিছু বিবেচনা করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
রোববার সোহরাওয়ার্দী উদ্যানে বইমেলার নিরাপত্তা পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
ডিএমপি কমিশনার বলেন, অমর একুশে গ্রন্থ মেলায় বিভিন্ন স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। বই মেলা এলাকায় একটি নিরাপত্তা থাকবে, দোয়েল চত্বর, শহীদ মিনার, শাহবাগ এবং নীলক্ষেত এলাকায় একটি বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকবে।
তিনি বলেন, এবার বইমেলায় নিরাপত্তার কোনো হুমকি নাই। তবে আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জঙ্গী মেজর জিয়া জেলের বাইরে থাকার কারণে সবকিছু বিবেচনা করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
বইমেলার সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করছেন ডিএমপি কমিশনার মোহা. শফিকুল ইসলাম। ছবি- প্রতিনিধি
এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন, আমরা জঙ্গিদের তদারকিতে রেখেছি। যেকোনো অপ্রীতিকর ঘটনা মোকাবেলা করার জন্য আমাদের বোমা ডিস্পোজাল টিম ও ফায়ার সার্ভিসের সদস্যরা তৎপর থাকবে।
চিত্রদেশ//এফ//