প্রধান সংবাদ

তেঁতুলিয়ায় তাপমাত্রা ৯.৪ ডিগ্রি সেলসিয়াস

দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরে আজ সকাল ৯ টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ১১.২ ডিগ্রি সেলসিয়াস। দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ৯.৪ ডিগ্রি সেলসিয়াস। গতকাল (শুক্রবার) তাপমাত্রা ছিলো তেঁতুলিয়ায় ৯.২ ডিগ্রি সেলসিয়াস।

হঠাৎ শীত ও ঘন কুয়াশা বাড়ায় বিপাকে জেলার নিম্ন আয়ের মানুষেরা। আগুন জ্বালিয়ে শীতের দাপট কমানোর চেষ্টা করছেন নিম্নবিত্তদের অনেকেই।

শনিবার (১৫ জানুয়ারি) সকালে এ তথ্য জানিয়েছেন দিনাজপুর আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তা তোফাজ্জাল হোসেন।

তিনি জানান, দিনাজপুরে সকাল ৯ টায় বাতাসের আদ্রতা ছিলো ৯৩ শতাংশ, বাতাসের গতিবেগ ঘণ্টায় ৩-৪ কিলোমিটার। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে এটি উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-৯ কিলোমিটার ধাবিত হতে পারে।

এছাড়া রংপুরে ১৪.৩, কুড়িগ্রামে ১৩.০, ডিমলায় ১২.৪, নওগাঁয় ১১.৮, যশোরে ১৫.৪, চুয়াডাঙ্গায় ১৪.৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button