গল্প-কবিতা

নূরুন নাহারের কবিতা ‘বসন্ত বারবার’

আবার বসন্ত এলো বসল আবার ফুলের মেলা,
আজো হলো না গাঁথা নববসন্তের পুষ্মমালা।
আগুন-জ্বালা ফাগুন হাওয়ায় বইল প্রাণে দখিনা হাওয়া,
এবার বুঝি পূর্ণ হবে হৃদয় মনের চাওয়া-পাওয়া।
নববসন্তে মানুষের মনে জাগে নব নব আশা
দিয়ে যাবে দুঃখী মানুষেরে নতুন পথের দিশা।
এমনি আশার পথ চেয়ে মোর কেটে গেল জীবন
ধীরে ধীরে মোর কেটে গেল বেলা, ঘনিয়ে এলো মরণ।
সৌরগতের এই জগতে ভাঙবে নাকি এই বেড়াজাল,
চিরকাল কি রয়ে যাবে মানুষের জঞ্জাল।
আজ এ বসন্তে মোর এই শুধু মোনাজাত
রহম করো, দয়া করো, দুঃখী মানুষের করে নাজাত।

লেখক: নূরুন নাহার

Related Articles

Back to top button