জাতীয় চিড়িয়াখানা খুলছে না
স্টাফ রিপোর্টার:
সরকার কঠোর বিধিনিষেধ শিথিল করে পর্যটন কেন্দ্র, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র খোলার অনুমতি দিলেও জাতীয় চিড়িয়াখানা সহসায় খুলছে না।
করোনা পরিস্থিতি আরও কিছুদিন পর্যবেক্ষণ করে ঢাকা মিরপুরের চিড়িয়াখানা খোলার বিষয়ে সিদ্ধান্ত নেবে বলে জানান জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডা. আব্দুল লতিফ।
করোনার কারণে চলতি বছরের এপ্রিল থেকে টানা বন্ধ জাতীয় চিড়িয়াখানা। ১৯ আগস্ট স্বাস্থ্যবিধি মেনে পর্যটন কেন্দ্র, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্র খোলার সিদ্ধান্ত দিয়েছে সরকার। কিন্তু মিরপুর চিড়িয়াখানা বন্ধ।
ডা. আব্দুল লতিফ বলেন, মিরপুর চিড়িয়াখানা অন্য সব বিনোদন কেন্দ্রের তুলনায় আলাদা। আমরা লাইভ অ্যানিমেল নিয়ে কাজ করি। প্রায় তিন হাজার প্রাণী এখানে। এদের বড় একটি অংশ কোভিড-১৯ সংবেদনশীল।
তিনি আরও বলেন, আমরা আরও কিছুদিন পর্যবেক্ষণ করবো। পরিস্থিতি ভালোর দিকে যায় তাহলে দর্শনার্থীদের জন্য চিড়িয়াখানা খুলে দেয়া হবে।
চিত্রদেশ//এফটি//