গল্প-কবিতা

কানিজ কাদীর এর ভ্রমণ কাহিনি-‘মাদুরাই’ (পর্ব-১৯)

৩০-১১-২০১৩, আজ আমার ট্রেনিং এর শেষ দিন। প্রযেক্ট কো-অর্ডিনেটর চন্দ্রা এর কাছে ২৯ তারিখই লগবুক দিয়ে আসি ম্যাডামের সিলের জন্য। । ২৯ তারিখও ওটিতে কাজ করি। লগবুক পেজ ফিলআপ করে ডাঃ রাভি এর কাছে দিয়েছি কিছু মন্তব্য লিখে সই দেয়ার জন্য। উনি আমার সম্মন্ধে বেশ ভালোই লিখেছেন। চন্দ্রা আমাকে ৩০ তারিখ বিকাল ৪টা থেকে ৫টার মধ্যে যেতে বলেছে ম্যাডাম বিজয়লক্ষী এর কাছ থেকে সার্টিফিকেট নেবার জন্য। ডাঃ রাভিকে আগেই বলে রেখেছিলাম ৩০ তারিখ দুপুর ১২টা থেকে ১টার মধ্যে আমরা সব সিস্টারদের নিয়ে একজায়গায় বসে কিছু খাব ও ছবি তুলবো। ডাঃ রাভি ও ডাঃ সামি এর জন্য গিফট ও চারজন এসিস্ট্যান্ট এনেসথেটিস্ট নার্স এর জন্য আগেই গিফট কিনে রেখেছিলাম। রকিবুল ও রাফিজা আমাকে গিফট কেনায় অনেক সাহায্য করেছে। ওদের নিয়েই আমি অন্য সব শপিং ও করেছি। আমরা বেশ ঘুরে ঘুরেই যার যা প্রয়োজন কিনেছি। কেনার সময় সবার পছন্দও যাচাই করে নিয়েছি।
৩০ তারিখ সকাল সাড়ে ৯টার দিকে হাসপাতালের ইনপ্যাশেন্ট ব্লক এ যাই। ওটি এর পোস্ট অপারেটিভ রুমে সিস্টার সিলভা ও সিভা এর সাথে কথা হয়। সিলভা কে মিষ্টি খাবার ও ঝাল খাবার কেনার জন্য রুপি দিয়ে আসি।ওদের জন্য কেনা গিফটগুলো দেই। ও আমাকে দুপুর ১২টার দিকে আবার যেতে বলে। আমি ১২টার দিকে যেয়ে পোস্টঅপারেটিভ রুমে যেয়ে বসি।

শেষ একটা জি.এ এর প্যাশেন্ট ছিল। আমি অপেক্ষা করতে থাকি। কিছুক্ষন পর ডাঃ রাভি এসে পোস্ট অপারেটিভে বসে। আমার সাথে অনেক কথা বলে। আমার কেমন লাগলো জানতে চায়। আমি বললাম ” ইট ওয়াজ এ নাইস এক্সপেরিয়েন্স এন্ড টোটালী নিউ এক্সপেরিয়েন্স। বিকজ রিলিজিয়েন এন্ড কালচার এন্ড লেঙ্গুয়েজ ইজ টােটালী ডিফারেন্ট। আই এনজয়েড এ লট বাট সামটাইমস ইট ওয়াজ এ লিটল বিট বোরিং।”
ডাঃ রাভির সাথে আরও অনেক কথা হয়। এর মধ্যে কো-অর্ডিনেটর চন্দ্রা এসে সার্টিফিকেটে ডাঃ রাভির সই নিয়ে যায়। সিস্টার সিলভা দেখলাম ইতিমধ্যে খাবার কিনে আনিয়েছে। ওরা আমাকে দোতলায় একটা রুমে নিয়ে গেল। সেখানে ডাঃ রাভি আমি ও সিস্টাররা বসলাম। কেক ও পেস্ট্রি আর ড্রিংক খেলাম। বেশ কিছু ছবি তুললাম।
ডাঃ সমাসুন্দরম আজ হাসপাতালে আসেন নাই। খাওয়া শেষে সবার কাছে বিদায় নেবার আগে ডাঃ রাভি ও ডাঃ সমাসুন্দরম এর জন্য কেনা গিফটদুটো দিলাম। ডাঃ রাভি আমাকে দু’হাত জোড় করে প্রনাম জানিয়ে বিদায় সম্ভাষণ জানাল। আমিও তার উত্তরে সালাম জানালাম। ওরাও আমাকে একটা সুন্দর ছোট্ট ব্যাগ গিফট করলো। সবাইকে বাংলাদেশে আসার জন্য আমন্ত্রণ জানালাম। (চলবে)

লেখক: কানিজ কাদীর

Related Articles

Back to top button