খেলাধুলা

দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের সম্ভাব্য একাদশ

স্পোর্টস ডেস্ক:
শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ৩৩ রানের জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে যাওয়া টাইগারদের সামনে এখন অনেক অর্জনের হাতছানি। আজ শ্রীলঙ্কাকে হারাতে পারলেই সিরিজ জয় নিশ্চিত করবে তামিম ইকবালের দল। একই সঙ্গে নিজেদের ইতিহাসে শ্রীলঙ্কাকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারানোর গৌরব অর্জন করবে বাংলাদেশ।

দ্বিতীয় ওয়ানডে জিতলে অর্জনের তালিকায় বড় সংযোজনের খবর আসবে আইসিসি ওডিআই সুপার লিগের পয়েন্ট টেবিল থেকে। ম্যাচটা জিতলেই ইংল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়াকে টপকে সুপার লিগের শীর্ষে উঠে যাবে বাংলাদেশ। ৭ ম্যাচে টাইগারদের সংগ্রহ ৪০ পয়েন্ট। ইংল্যান্ড ৯, পাকিস্তান ৬ ও অস্ট্রেলিয়া ৬ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট নিয়ে এখন বাংলাদেশের ওপরে অবস্থান করছে। ২০২৩ সালে এ পয়েন্ট তালিকার মাধ্যমেই ওয়ানডে বিশ্বকাপের টিকিট মিলবে। তাই দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আলোচনায় টাইগারদের একাদশ নিয়ে। গুঞ্জন রয়েছে একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন।

প্রথম ওয়ানডে ম্যাচে ভালো করতে পারেননি লিটন দাস, মোহাম্মদ মিঠুন ও তাসকিন আহমেদ। টানা ৩ সিরিজ ধরেই এখন পর্যন্ত লিটনের সাথে বাকি দুইজনকেও বাদ দেওয়ার আওয়াজ তুলছেন সমর্থকরা। অপরদিকে, টিম ম্যানেজমেন্টের চাওয়া লিটনকে আরো সুযোগ দেওয়া। তবে পরিবর্তন হতে পারে মিঠুন ও তাসকিনের জায়গা।

মিঠুনের পরিবর্তে দ্বিতীয় ওয়ানডের একাদশে দেখা যেতে পারে মোসাদ্দেক হোসেন সৈকতকে। প্রথম ম্যাচে গোল্ডেন ডাক পেয়ে ফিরে গিয়েছিলেন মিঠুন। অপরদিকে, মোসাদ্দেক দীর্ঘ দিন ধরে নজরে থাকলেও চোটের কারণেই সুযোগ পাননি। নিউজিল্যান্ডে শেষ ম্যাচটিতে বিপদে পড়ে চোট নিয়েই খেলেছিলেন তিনি।

শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করা তাসকিন আবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভালো করতে পারেননি। সেই সাথে যোগ হয়েছে সূক্ষ্ম চোট। ম্যাচ শুরুর শেষ মুহূর্ত পর্যন্তও তাসকিন ফিট হতে না পারলে তাকেও একাদশে থেকে বাদ পড়তে হবে।

তাসকিনের বদলে অভিষেক হতে পারে শরিফুল ইসলামের। শরিফুল ইতোমধ্যে টি-টোয়েন্টি ও টেস্ট খেলেছেন, কিন্তু এখনো ওয়ানডে অভিষেক হয়নি এই বাঁহাতি পেসারের।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ/শরিফুল ইসলাম।

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button