অপরাধ ও আইনপ্রধান সংবাদ

বাবুল আক্তারকে নতুন মামলায় গ্রেফতার দেখানো হবে : পিবিআই

স্টাফ রিপোর্টার:
পাঁচ বছর আগে চট্টগ্রামে স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যায় বাদী ছিলেন স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তার। তদন্তে তার বিরুদ্ধেই হত্যার সঙ্গে জড়িত থাকার সংশ্লিষ্টতা পাওয়ার পর জিজ্ঞাসাবাদের জন্য ডেকে তাকে হেফাজতে নিয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।

পিবিআই প্রধান উপ-মহাপরিদর্শক বনজ কুমার মজুমদার বলেছেন, মিতু হত্যার সঙ্গে বাবুল আক্তারের সম্পৃক্ততা পেয়েছেন তারা। নতুন মামলা হলেই গ্রফতার হবেন তিনি। মিতুর বাবা বাদী হয়ে মামলা করবেন। প্রস্তুতি চলছে।

বুধবার (১২ মে) বেলা ১১টা ৪৫ মিনিটে রাজধানীর ধানমন্ডির পিবিআইয়ের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

উপ-মহাপরিদর্শক বনজ কুমার মজুমদার বলেন, বাবুল আক্তারকে আজ গ্রেফতার দেখানো হবে এবং আগের মামলা ফাইনাল রিপোর্ট দেবে পুলিশ। মিতুর বাবা বাদী হয়ে বাবুল আক্তারকে প্রধান আসামি করে মামলা করবে। এজাহার প্রস্তুত করা হয়েছে।

চিত্রদেশ//এল//

Related Articles

Back to top button