গল্প-কবিতা

মেহেবুব হকের কবিতা ‘কর্মমুখর জীবনের আদ্যোপান্ত ‘

গুনাহ গ্লানি ও হতাশার চৌরঙ্গীতে জীবনের গল্প
প্রত্যহ খুঁজে বেড়ায় সান্ত্বনার অমিয় বাণী ।
অনুভব করে হাহাকার ও শুন্যতায় মোড়ানো
আটপৌরে জীবনের ভাঁজে ভাঁজে বিচ্ছেদের করুণ সুর ।
তবুও অদৃষ্টের ফ্রেমে বাঁধানো জীবন প্রবাহ
খুঁজে বেড়ায় পার্থিব কর্মযোগ ও চাঞ্চল্যের নিরন্তর ঢেউ ।
বেড়ে যায় পরাভব জীবনের অতিশয় আকুঞ্চনে
সীমাহীন বাস্তবতার পৈশাচিক দৌরাত্ম্য ।
এত কিছুর পরও থামেনা প্রাণের স্পন্দনে মুখরিত
কর্ম কোলাহলে পরিপূর্ণ জীবনের চিরাচরিত রূপ ।
স্থিমিত হয়না মানব সভ্যতার আলোকময় রক্তিম সূর্য ,
বরং জীবন তার রূপ বদলে আলেয়ার আলোয়
ধূসর ও বিবর্ণময় জীবনের স্মৃতি রোমন্থন করে ,
এগিয়ে চলেছে আজন্মলালিত স্বপ্নের অন্তহীন দিগন্তে ।
তাং- ১৮ /০৪ /২০২১, মোংলা ।

কবি মেহেবুব হক

Related Articles

Back to top button