অপরাধ ও আইনপ্রধান সংবাদ
মুক্তিযুদ্ধ মঞ্চের মামুন-তূর্য আটক
স্টাফ রিপোর্টার:
ডাকসু ভিপি নুরুল হক নুর ও তার সংগঠনের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক আল মামুন ও ঢাবি শাখার সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তূর্যকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
আজ সোমবার তাদের আটক করা হয়েছে বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন ডিবির অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন।
আব্দুল বাতেন জানান, মুক্তিযুদ্ধ মঞ্চের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আল মামুন ও মুক্তিযুদ্ধ মঞ্চ ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা মুক্তিযুদ্ধ মঞ্চের সাধারণ সম্পাদক ইয়াসির আরাফাত তুর্য আটক করা হয়েছে।
চিত্রদেশ //এস//