খেলাধুলা

অলিম্পিক থাকছে জাপানেই

স্পোর্টস ডেস্ক:
বিশ্ব অলিম্পিক কমিটি জাপানে অলিম্পিক আয়োজনের বিষয়টি পুনঃনিশ্চিত করেছে। বোর্ডসভা শেষে আইওসি সভাপতি টমাস বাখ সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

বুধবারের সভা শেষে টমাস বাখ বলেন, সুস্থ-স্বাভাবিকভাবে টকিও ২০২০ অলিম্পিক ও প্যারাঅলিস্পিক আয়োজনে আমরা পুরোপুরি প্রতিশ্রুতিবদ্ধ। আগামী ২৩ জুলাই থেকে শুরু হচ্ছে অলিম্পিক গেমস এবং প্যারাঅলিম্পিক শুরু হচ্ছে ২৪ আগস্ট থেকে।

দেশব্যাপী কোভিড-১৯ সংক্রমণের ফলে অলিম্পিক আয়োজন নিয়ে কিছুটা সন্দিহান হয়ে পড়েছিল জাপান কর্তৃপক্ষ।

সাম্প্রতিক জনমতে দেখা গিয়েছে, দেশের ৭০ থেকে ৮০ শতাংশ লোক চাচ্ছে না এই গ্রীষ্মে জাপানে অলিম্পিক আয়োজিত হোক। কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অলিম্পিক গেমস স্থানান্তরের কথাও শুরু হয়েছিল। কিন্তু আইওসি সভাপতির এই বিবৃতির ফলে এখন সব গুঞ্জনেরই অবসান ঘটল।

চিত্রদেশ//এইচ//

 

Related Articles

Back to top button