প্রধান সংবাদ

বেড়েছে কৃষিঋণ বিতরণ ও আদায়

স্টাফ রিপোর্টার:
করোনাভাইরাস প্রাদুর্ভাবের মধ্যেও কৃষিঋণ বিতরণ ও আদায় বেড়েছে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) ব্যাংকগুলোর কৃষি ঋণ বিতরণের অঙ্ক আগের বছরের একই সময়ের তুলনায় ৭ দশমিক ৫৯ শতাংশ বা ৬৩০ কোটি ৭৬ লাখ টাকা বেশি, যা বছরের শুরুতে নির্ধারিত লক্ষ্যমাত্রার প্রায় ৩৪ শতাংশ। অন্যদিকে কৃষি ঋণ আদায় বেড়েছে গত বছরের একই সময়ের চেয়ে এক হাজার ৯৭৩ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো পাঁচ মাসে (জুলাই-নভেম্বর) মোট ৮ হাজার ৯৩৫ কোটি ৮৯ লাখ টাকা বিতরণ করেছে। আগের বছরের (২০১৯) একই সময়ে কৃষিঋণ বিতরণ হয়েছিল ৮৩০৫ কোটি টাকা। চলতি অর্থবছরের প্রথম পাঁচ মাসে সরকারি ব্যাংকগুলোর মাধ্যমে বিতরণ হয়েছে তিন হাজার ৮৪৩ কোটি টাকা। অন্যদিকে দেশে কার্যরত বেসরকারি ও বিদেশে ব্যাংকের মাধ্যমে পাঁচ হাজার ৯৩ কোটি টাকা বিতরণ করা হয়েছে।

 

চিত্রদেশ//এফ//এল//

Related Articles

Back to top button