গোপনে আপনাকে অনুসরণ করছে ফেসবুক!
প্রযুক্তি ডেস্ক:
লোকেশন ট্র্যাক বন্ধ করে রেখেছেন, ফেসবুকসহ আপনার অন্যান্য বন্ধু জানতে পারছেন না আপনি কোথায়। এমনটা যদি ভেবে থাকেন তাহলে আপনি ভুলের মধ্যে রয়েছেন। ফেসবুক সদ্য স্বীকার করেছে, ট্র্যাকিং সার্ভিস বন্ধ করে রাখলেও ফেসবুক আপনাকে ট্র্যাক করছে সারাক্ষণ। মার্কিন সিনেটর জোশ হাওলি এবং ক্রিস্টোফার এ কুনসের চিঠির জবাবে ফেসবুক জানিয়েছে, লোকেশন বিজ্ঞাপন, ডেটা নিউজ ফিড এবং সেফটি চেকের জন্য বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহার করা হয়। সেই চিঠির অনুলিপি টুইটারে শেয়ার করেছেন তিনি।
লোকেশন সার্ভিস বন্ধ করলেও আপনার লোকেশন ট্র্যাক করে আপনার ফোনে ফেসবুক মারফত বিজ্ঞাপন চলে আসে। এমনটা কেন হবে সে বিষয়ে প্রশ্ন তুলেছেন জোশ হাওলি।
ফেসবুক জানিয়েছে, ব্যবহারকারীরা যেখানে তার লোকেশন পরিষেবাগুলো বন্ধ করে দিয়েছেন, সেই স্থানের পরেও বিভিন্ন ডেটা লোকেশন ট্র্যাক করতে থাকে। যার জন্য দায়ী থাকে আপনার ফোনের আইপি নম্বর।
তবে ফেসবুক জানিয়েছে, এই ধরনের ডেটা কখনো কখনো ভুল হতে পারে। চিঠিতে উল্লেখ রয়েছে, “উদাহরণস্বরূপ, একটি ওয়্যারলেস ক্যারিয়ারের দ্বারা একটি মোবাইল ডিভাইসে নির্ধারিত একটি আইপি ঠিকানা কেবল সেই শহর বা অঞ্চলকেই চিহ্নিত করতে পারে। যেখানে ডিভাইসটি নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত থাকে। এই কারণে আইপি অ্যাড্রেসগুলো সাধারণত লোকেশন বোঝার জন্য সঠিক পদ্ধতি হিসাবে বিবেচিত হয় এবং কিন্তু একেবারে নিখুঁত হয় না”।
চিত্রদেশ //এস//