প্রযুক্তি

বন্ধ হল গুগল প্লে মিউজিক

প্রযু্ক্তি ডেস্ক:

প্রযুক্তি জায়ান্ট গুগল তাদের গুগল প্লে মিউজিক সেবাটি বন্ধ করতে শুরু করেছিল অক্টোবর থেকে। এবার প্রতিষ্ঠানটি জানাল, গোটা বিশ্ব থেকেই সেবাটিকে সরিয়ে নেয়া হয়েছে।

এখন আর কোথাও নেই গুগল প্লে মিউজিক। গুগল প্লে মিউজিককে ‘অফিশিয়ালি ডেড’ বা আনুষ্ঠানিকভাবে মৃত ঘোষণা করেছে গুগল। এখন সেবাটি খুঁজতে গেলে আগ্রহীদের ভিন্ন আরেকটি পেইজে নিয়ে যাওয়া হচ্ছে। সেখানে লেখা, ‘গুগল প্লে মিউজিক এখন আর পাওয়া যাবে না’।

চাইলে নিজেদের অ্যাকাউন্ট ও লাইব্রেরি ইউটিউব মিউজিকে স্থানান্তর করে নিতে পারবেন আগ্রহীরা। এ বিয়য়ে গুগল বলেছে, ‘আমরা জানি আপনি আপনার সময় ব্যয় করে গুগল প্লে মিউজিক লাইব্রেরি গড়ে তুলেছেন, তাই আমরা আপনার মিউজিক লাইব্রেরি স্থানান্তরকে এক ক্লিকের মাধ্যমে করার সুযোগ দিয়ে সহজ করে দিয়েছি, এর মধ্যে প্লে লিস্ট, আপলোড এবং রেকমেন্ডেশনও রয়েছে।’

 

চিত্রদেশ//এফ//এল//

Related Articles

Back to top button