আন্তর্জাতিক
ট্রাম্পের করোনা মুক্তির দাবি ব্যক্তিগত চিকিৎসকের
আন্তর্জাতিক ডেস্ক:
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনা সংক্রমণ থেকে মুক্ত হয়েছেন বলে জানিয়েছেন হোয়াইট হাউসের চিকিৎসক সিন কোনলি। রয়টার্স, স্পুটনিক ও আল জাজিরার প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে।
সোমবার হোয়াইট হাউসের প্রেস সচিব ও ট্রাম্পের সহকারী ক্যালিফ ম্যাকইনানির কাছে পাঠানো হেলথ আপডেটে ডা. সিন কনলি এ তথ্য জানান।
সীন কনলি এর আগে জানিয়েছিলেন, ট্রাম্পের কাছ থেকে নভেল করোনা ভাইরাস আর সংক্রমিত হবে না। তিনি সবার জন্য নিরাপদ।
গত ২ অক্টোবর ট্রাম্প জানান, তিনি সস্ত্রীক কোভিড পজিটিভ। এরপর চলে যান আইসোলেশনে। অবস্থা খারাপ হওয়ায় তাকে ওয়াল্টার রিড মিলিটারি মেডিক্যাল সেন্টারে নেয়া হয়। তিন দিন চিকিৎসা চলে। অক্সিজেন লেভেল নেমে যাওয়ায় তাকে দু’বার অক্সিজেন দিতে হয়েছিলো। পাশাপাশি দেয়া হয়েছে ডেক্সামেথাসন, রেমডিসিভির ও এন্টিবডি ককটেল।
হাসপাতাল থেকে ফিরে এরই মধ্যে তিনি জনসমক্ষে দেখা দেন। হোয়াইট হাউসের ব্যালকনিতে দাঁড়িয়ে তিনি লনে সমবেত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখেন।
করোনা রিপোর্ট নেগেটিভ হওয়ার আগেই ট্রাম্প ঘোষণা দিয়েছেন, তিনি ফ্লোরিডায় নির্বাচনী প্রচারণায় যোগ দেবেন।
চিত্রদেশ//এল//