প্রযুক্তি

গুগল ‘সার্চ হিস্ট্রি’ বন্ধ করবেন যেভাবে

প্রযুক্তি ডেস্ক:
গুগলে আপনি যাই সার্চ করছেন সবই গুগল তা সংরক্ষণ করে রাখে। এ বিষয়ে গুগলের বক্তব্য তারা সার্চ ফলাফলের মানোন্নয়নের জন্য এমনটা করে। গ্যাজেট সানাউতে এই খবর পাওয়া গেছে।

কিন্তু এটির অন্যতম সমস্যা হলো আপনি যা সার্চ করেছেন গুগল সেই সুত্র ধরেই আপনার কাছে বিজ্ঞাপন দেখাবে। আবার ব্যবহারকারীর সার্চ করার ধরন অনুযায়ী ফলাফল দেখায়।

অনেকেই আছেন যাঁরা চান না গুগল তাদের তথ্য সংরক্ষণ করে রাখুক। এই তথ্য ‘সার্চ হিস্ট্রি’ নামে পরিচিত। সুবিধাটি বন্ধ করার ব্যবস্থাও রেখেছে গুগল। উইন্ডোজ বা ম্যাক—কম্পিউটার যেটাই হোক, নিচের ধাপগুলো অনুসরণ করুন।

*যেকোনো ব্রাউজার থেকে myactivity.google.com/myactivity ঠিকানার ওয়েবসাইটে যান।

* ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার করে আপনার গুগল অ্যাকাউন্টে লগইন করুন।

* লগইন হয়ে গেলে Web and App Activity অংশে ক্লিক করুন।

* পাশে থাকা টগল বোতাম চেপে সেবাটি বন্ধ করুন।

* এই অংশ থেকে অবস্থান এবং ইউটিউবে কিছু খোঁজার তথ্য সংরক্ষণ করার সেবা বন্ধ করা যাবে।

* অ্যান্ড্রয়েড বা আইওএস যন্ত্রে গুগল অ্যাপ চালু করুন।

* নিচের বার থেকে More অপশন নির্বাচন করুন।

* Activity অংশে Search activity অপশনে ট্যাপ করে Web & App Activity টগল বোতামটি বন্ধ করে দিন।

চিত্রদেশ//এল//

Related Articles

Back to top button