বিশ্বে করোনা থেকে সুস্থ এক কোটি ৬০ লাখের বেশি মানুষ
আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বে এ পর্যন্ত করোনাভাইরাস আক্রান্তদের মধ্যে এক কোটি ৬০ লাখের বেশি মানুষ সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, সারা বিশ্বে সোমবার পর্যন্ত করোনায় আট লাখ ১২ হাজার ৪৮৭ জন রোগী মারা গেছেন।
আক্রান্ত হয়েছেন দুই কোটি ৩৫ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে বর্তমানে ৬৬ লাখ ৯০ হাজার ১৩ জন চিকিৎসাধীন এবং ৬১ হাজার ৫১৪ জন (১ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে।
প্রাণঘাতী এই ভাইরাসে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে উঠেছেন এক কোটি ৬০ লাখ ৮০ হাজার ৪৮৫ জন।
ওয়ার্ল্ডোমিটারসের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ রোগ থেকে সেরে উঠেছেন ৩১ লাখ ৬৭ হাজার ৬৩ জন, ব্রাজিলে ২৭ লাখ ৯ হাজার ৬৩৮, ভারতে ২৩ লাখ ৩৬ হাজার ৭৯৬, রাশিয়ায় সাত লাখ ৭০ হাজার ৬৩৯, দক্ষিণ আফ্রিকায় পাঁচ লাখ ছয় হাজার ৪৭০, পেরুতে তিন লাখ ৯৯ হাজার ৩৫৭, মেক্সিকোতে তিন লাখ ৮৩ হাজার ৮৭২, চিলিতে তিন লাখ ৭১ হাজার ১৭৯ জন।
ইরানে তিন লাখ ৯ হাজার ৪৬৪ জন, পাকিস্তানে দুই লাখ ৭৫ হাজার ৮৩৬, সৌদি আরবে দুই লাখ ৮০ হাজার ১৪৩, তুরস্কে দুই লাখ ৩৭ হাজার ১৬৫, ইতালিতে দুই লাখ পাঁচ হাজার ৪৭০, জার্মানিতে দুই লাখ ৯ হাজার ৬০০, স্পেনে এক লাখ ৯৭ হাজার ৪৩১ জন সুস্থ হয়েছেন।
কাতারে এক লাখ ১৩ হাজার ৮০৮ জন, কানাডায় এক লাখ ১১ হাজার ১১২, ফ্রান্সে ৮৪ হাজার ৯৭৩, চীনের মূল ভূখণ্ডে ৭৯ হাজার ৯২৫, ওমানে ৭৮ হাজার ৩৮৬ সুস্থ হয়ে উঠেছেন।
এছাড়া কুয়েতে ৭২ হাজার ৩০৭ জন, সংযুক্ত আরব আমিরাতে ৫৮ হাজার ৪৮৮, সিঙ্গাপুরে ৫৪ হাজার ১৬৪, সুইজারল্যান্ডে ৩৪ হাজার ৪০০, দক্ষিণ কোরিয়ায় ১৪ হাজার ২১৯, অস্ট্রেলিয়ায় ১৯ হাজার ২৩৩ ও মালয়েশিয়ায় আট হাজার ৯৫৯ এবং এবং বাংলাদেশে এক লাখ ৭৯ হাজার ৯১ জন সুস্থ হয়ে উঠেছেন।
চিত্রদেশ//এল//