আরিচায় যমুনার পানি বিপদসীমার ৬৯ সে.মি. উপরে
মানিকগঞ্জ প্রতিনিধি:
মানিকগঞ্জের শিবালয় উপজেলার যমুনা নদীর আরিচা পয়েন্টে পানি বিপদসীমার ৬৯ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। গত ২৪ ঘণ্টায় এই পয়েন্টে পানি বৃদ্ধি পেয়েছে ২৩ সেন্টিমিটার।
শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে মানিকগঞ্জ পানি বিজ্ঞান শাখার পানির স্তর পরিমাপক মো. ফারুক আহম্মেদ বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, যমুনা নদীর আরিচা পয়েন্টে পানির বিপদসীমা হচ্ছে ৯ দশমিক ৪০ সেন্টিমিটার। সকাল ৬টা পর্যন্ত যমুনা নদীতে ১০ দশমিক ০৯ সেন্টিমিটার পানি রয়েছে। অর্থাৎ বিপদসীমার ৬৯ সেন্টিমিটার উপর দিয়ে যমুনা নদীর পানি প্রবাহিত হচ্ছে।
যমুনা নদীতে তীব্র গতিতে পানি বৃদ্ধির ফলে জেলার শিবালয়, দৌলতপুর এবং ঘিওর উপজেলার বিভিন্ন নদ-নদী ও খাল-বিলে পানি প্রবেশ করছে। এর ফলে এসব এলাকার নিম্নাঞ্চলে থাকা বাড়িঘর এবং ফসলি জমিও তলিয়ে যাচ্ছে।
মানিকগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক শাহজাহান আলী বিশ্বাস বলেন, মানিকগঞ্জের প্রায় সাড়ে চার হাজার হেক্টর জমির বিভিন্ন ফসল এখন পানির নিচে। পানি বাড়তে থাকলে আরো বেশ কিছু এলাকার ফসলি জমি তলিয়ে যাবে বলে মন্তব্য করেন তিনি।
চিত্রদেশ//এস//