প্রধান সংবাদসারাদেশ

চট্টগ্রামে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে ঝরে গেল তিন প্রাণ

চট্টগ্রাম প্রতিনিধি:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডে ট্রাক-কাভার্ডভ্যান সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। বুধবার ভোরে দক্ষিণ বাঁশবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

হাইওয়ে পুলিশ জানিয়েছে, তারা লাশ তিনটি উদ্ধার করেছে। নিহত ব্যক্তিদের বয়স ৩০ থেকে ৪০ বছরের মধ্যে।

কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক সাইদুল ইসলাম বলেন, সংঘর্ষে পিকআপভ্যানটি দুমড়েমুচড়ে যায়। পাথর বোঝাই ট্রাকটি সড়ক বিভাজকের ওপর উঠে যায়। এ ঘটনায় পিকআপভ্যানে থাকা তিন ব্যক্তি ঘটনাস্থলেই নিহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে কুমিরা ফায়ার সার্ভিসের কর্মীরা দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি মহাসড়ক থেকে সরিয়ে নিয়েছে।

 

 

চিত্রদেশ//এইচ//

আরও

Leave a Reply

Back to top button