সারাদেশ

চট্টগ্রামে বিএনপির ৪০ নেতাকর্মী কারাগারে

জাহিদুল করিম কচি : চট্টগ্রামে বিএনপির ৪০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। মঙ্গলবার (২৮ জানুয়ারি) চট্টগ্রাম মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমান এই আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের সিনিয়র সহকারী কমিশনার (প্রসিকিউশন) কাজী মো. শাহাবুদ্দিন আহমেদ।

৪০ জনের মধ্যে সাইয়েদুল আলম আরজু, সিরাজ, আব্দুর রব মিটু, আদনান, সবুজ গাজী, তানভীর হোসেন, শাহজাহান, রায়হান চৌধুরী, ইয়াছিন, ওয়াহিদ, সাব্বির ও ইমরানসহ থানা ও ওয়ার্ড পর্যায়ের নেতা আছেন জানিয়েছে পুলিশ।

চট্টগ্রাম মহানগর পিপি মো. ফখরুদ্দিন চৌধুরী জানান, চট্টগ্রাম নগরীর ডবলুমরিং ও বন্দর থানা এলাকায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে পুলিশের ওপর ককটেল হামলা করেছিল বিএনপি নেতাকর্মীরা। এসব ঘটনায় ২০১৮ সালের সেপ্টেম্বর-অক্টোবরে তাদের বিরুদ্ধে ১০টি মামলা দায়ের করা হয়। এসব মামলায় বিএনপি নেতাকর্মীরা উচ্চ আদালত থেকে অন্তরবর্তীকালীন জামিনে ছিলেন। জামিনের মেয়াদ শেষে উচ্চ আদালতের নির্দেশ অনুযায়ী নিম্ন আদালতে আত্মসমর্পণ করে আবার জামিনের আবেদন করেন তারা। তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত দেন বলে জানান তিনি।

 

চিত্রদেশ //এফ//

Related Articles

Back to top button