কর্পোরেট সংবাদ

১৬৫ কোটি টাকা বিনিয়োগ পেলো অগমেডিক্স বাংলাদেশ

যুক্তরাষ্ট্রভিত্তিক কয়েকটি আন্তর্জাতিক ভেঞ্চার ক্যাপিটালের যৌথ বিনিয়োগে ১৬৫ কোটি টাকা পেল তথ্যপ্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান অগমেডিক্স বাংলাদেশ। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাতে রাজধানীর পান্থপথে প্রতিষ্ঠানটির বাংলাদেশ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে অগমেডিক্স বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রাশেদ মুজিব নোমান এসব তথ্য জানান।

তিনি আরও বলেন, এবারের বিনিয়োগের মাধ্যমে অগমেডিক্সে ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। আগামী এক বছরে প্রতিষ্ঠানের কর্মী সংখ্যা দ্বিগুণ এবং সেবা পরিধি বাড়ানোর মাধ্যমে কয়েক হাজার তরুণের কর্মসংস্থান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, সিলিকন ভ্যালির শীর্ষ পর্যায়ের ভেঞ্চার ক্যাপিটাল প্রতিষ্ঠান রেডমাইল গ্রুপ, ম্যাককেজন ভেঞ্চার, ডিসিএম ভেঞ্চার, ওয়াক্সিয়াং হেলথকেয়ার এই বিনিয়োগ করেছে।

দেশীয় বাজারে সিলিকন ভ্যালি রীতি প্রচলনের মাধ্যমে কর্মীদের জীবনমান উন্নয়নে বিনিয়োগের অর্থ ব্যয় হবে বলে কর্তৃপক্ষ জানান। অগমেডিক্সে কর্মী নিয়োগের ক্ষেত্রে ২০২০ সালে দেশব্যাপী কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে এবং কর্মীদের ইংরেজি দক্ষতা উন্নয়ন, ইন্টারনেটভিত্তিক অনুশীলন এবং দক্ষতা যাচাইকরণে নানান কর্মসূচির কথা জানান রাশেদ মুজিব।

সংবাদ সম্মেলনে অগমেডিক্স বাংলাদেশের হেড অব স্ক্রাইব অপারেশন্স রিসালাত জাবীর, জ্যেষ্ঠ ব্যবস্থাপক তাসলিম উদ্দিন উপস্থিত ছিলেন।

 

চিত্রদেশ ডটকম//এলএইচ//

 

Related Articles

Back to top button