৬ দিনের রিমান্ডে রিজেন্টের সাহেদ
স্টাফ রিপোর্টার:
পল্লবী থানার প্রতারণা ও চেক জালিয়াতির মামলায় রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার ঢাকা মহানগর হাকিম মো. মাসুদ উর রহমানের আদালত এই আদেশ দেন।
সাহেদকে আদালতে হাজির করে ১০দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। সাহেদের পক্ষে তার আইনজীবী রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন।
উভয় পক্ষের শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে রিমান্ডের আদেশ দেন।
প্রসঙ্গত করোনা টেস্টের নামে রোগীদের সঙ্গে প্রতারণার অভিযোগ উঠায় ৭ জুলাই উত্তরার রিজেন্ট হাসপাতালে অভিযান চালান র্যাবের ভ্রাম্যমাণ আদালত। হাসপাতাল থেকে করোনা পরীক্ষার ভুয়া রিপোর্ট জব্দ করা হয়।
এ ঘটনায় র্যাব বাদী হয়ে সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা করে। মামলার পর গত ১৫ জুলাই সাহেদকে সাতক্ষীরা থেকে গ্রেফতার করে র্যাব।
সাহেদের বিরুদ্ধে ঢাকাসহ সারাদেশে ৫০ টির বেশি মামলা রয়েছে। বেশিরভাগই প্রতারণার অভিযোগে করা মামলা।
চিত্রদেশ//এল//