প্রধান সংবাদ

৫ বছর বয়স থেকেই গানের তালিম শুরু হয় লতা মঙ্গেশকরের

বিনোদন ডেস্ক:

১৯২৯ সালের ২৮ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের ইন্দোরে জন্ম হয় লতা মঙ্গেশকরের। তার বাবা দীনানাথ মঙ্গেশকরের কাছে মাত্র ৫ বছর বয়সে গানের তালিম শুরু হয় তার।

তার বাবা দীনানাথ মঙ্গেশকর ছিলেন খ্যাতনামা মারাঠী, কোঙ্কনী সংগীতশিল্পী এবং নাট্যশিল্পী। ১৯৪১ সালের ১৬ ডিসেম্বর গায়িকা হিসেবে পথচলা শুরু হয় লতা মঙ্গেশকরের। একের পর এক সাফল্যের সোপান তিনি পেরিয়ে গেছেন অবলীলায়। হয়ে উঠেন ভারতের নাইটিঙ্গেল।

উপমহাদেশের এই প্রখ্যাত সংগীতশিল্পী মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে রোববার সকালে ৯২ বছর বয়সে চিকিৎসাধীন মারা যান।

করোনায় আক্রান্ত হয়ে গত ১১ জানুয়ারি তিনি মুম্বাইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি হন। গত চার সপ্তাহ ধরে হাসপাতালে ভর্তি ছিলেন।

চিত্রদেশ//এফ//

 

 

 

Related Articles

Back to top button