প্রধান সংবাদশিক্ষা

৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা আজ

স্টাফ রিপোর্টার:
করোনার কারণে স্থগিত থাকা ৪০তম বিসিএসের মৌখিক পরীক্ষা আজ থেকে শুরু হচ্ছে। চলবে আগামী ১১ অক্টোবর পর্যন্ত।

রোববার (১৯ সেপ্টেম্বর) সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্রে জানা গেছে, শেরে বাংলা নগরে অবস্থিত কমিশনের প্রধান কার্যালয়ে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। সাধারণ ক্যাডারের ২ হাজার ৪৬৭ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেবেন। প্রথমদিনে ১৫০ জন অংশ নেবেন। সকাল ১০টা থেকে পরীক্ষা শুরু হবে।

এই বিসিএসের ভাইভা শুরু হওয়ার কথা ছিলো গত ১৬ ফেব্রুয়ারিতে। এর মধ্যে করোনার সংক্রমণ ফের ঊর্ধ্বমুখী হওয়ায় তা স্থগিত করা হয়।

২০১৮ সালের ১১ সেপ্টেম্বর ৪০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। প্রিলিমিনারি পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন চার লাখ ১২ হাজার ৫৩২ জন। এর মধ্যে পরীক্ষা দিয়েছেন ৩ লাখ ২৭ হাজার পরীক্ষার্থী। তাদের মধ্যে প্রিলিমিনারিতে উত্তীর্ণ হন ২০ হাজার ২৭৭ জন। আর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন ১০ হাজার ৯৬৪ জন।

৪০তম বিসিএসে মোট ১ হাজার ৯০৩ জন ক্যাডার নেওয়া হবে। এতে প্রশাসন ক্যাডারে ২০০ জন, পুলিশে ৭২ জন, পররাষ্ট্রে ২৫ জন, করে ২৪ জন, শুল্ক আবগারিতে ৩২ জন ও শিক্ষা ক্যাডারে প্রায় ৮০০ জন নিয়োগ দেওয়া হবে।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button