প্রধান সংবাদস্বাস্থ্য কথা

২৪ ঘণ্টা জরুরি টেলিমেডিসিন সেবা দেবে যুবলীগ

স্বাস্থ্য ডেস্ক:
করোনাভাইরাসের কারণে অসহায় মানুষের জন্য ফের ২৪ ঘণ্টা জরুরি টেলিমেডিসিন সেবা দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। সংগঠনটির চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের আহ্বানে প্রায় শতাধিক চিকিৎসক টেলিফোনে জরুরি স্বাস্থ্যসেবায় নিয়োজিত থাকবেন।

সোমবার চিকিৎসকদের নাম ও মোবাইলসহ বিস্তারিত প্রকাশ করেছে কেন্দ্রীয় যুবলীগ। দেশের যে কোনো স্থান থেকে প্রকাশিত নাম্বারে ফোন করে সংশ্লিষ্ট চিকিৎসকের পরামর্শ নেওয়া যাবে। সময় সমন্বয় করে ২৪ ঘণ্টা অব্যাহত থাকবে এই সেবা কার্যক্রম।

২৪ ঘণ্টা জরুরি টেলিমেডিসিন সেবা কার্যক্রমের সমন্বয় কমিটির প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলীকে। সমন্বয়কের দায়িত্ব পালন করবেন- সাংগঠনিক সম্পাদক ডা. হেলাল উদ্দিন, স্বাস্থ্য সম্পাদক ডা. ফরিদ রায়হান, উপ-স্বাস্থ্য সম্পাদক ডা. মাহফুজার রহমান উজ্জ্বল, সহ-সম্পাদক ডা. মনজুরুল ইসলাম ভূঁইয়া রাফি, নির্বাহী সদস্য ডা. আওরঙ্গজেব আরু, নির্বাহী সদস্য ডা. মো. রায়হান সরকার রিজভী।

মানবসেবামূলক এ ধরনের উদ্যোগের বিষয়ে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেন, রাজনীতি হচ্ছে মানুষের জন্য। মানুষের সেবা করাই যুবলীগের রাজনীতির মূল লক্ষ্য। মানুষের জন্য যুবলীগ যেমন রাজপথে নামে, তেমনি মানুষের দুর্যোগ-দুর্বিপাকে যুবলীগ সবসময় মানুষের পাশে দাঁড়ায়। রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে করোনাকালে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। যে কোনো সংকটে-সংগ্রামে-মানবিকতায় যুবলীগ থাকবে মানুষের পাশে।

এ বিষয়ে যুবলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল বলেন, রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নির্দেশে যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ভাইয়ের পরামর্শে আমরা মানুষের পাশে রয়েছি। করোনার কারণে লকডাউনে থাকা অসহায় মানুষের চিকিৎসা সেবা অব্যাহত রাখতে আমরা এ উদ্যোগ গ্রহণ করেছি। ঘরে বসেই যেন তারা চিকিৎসকের পরামর্শ নিতে পারেন, সেজন্য টেলিমেডিসিন সেবার উদ্যোগ নেওয়া হয়েছে। জনগণ কিছুটা উপকার পেলেই আমরা স্বার্থক।

প্রধান সমন্বয়ক ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ডা. খালেদ শওকত আলী বলেন, আমাদের চেয়ারম্যান, সাধারণ সম্পাদকের নির্দেশে যুবলীগের কেন্দ্রীয় কমিটিতে থাকা চিকিৎসকদের নিয়ে টেলিমেডিসিন টিম গঠন করা হয়েছে। সমন্বয় করে ২৪ ঘণ্টাই আমরা চিকিৎসা দেব। জরুরি প্রয়োজনে অক্সিজেন সহায়তাও প্রদান করা হবে।

এর আগে করোনা প্রথম সংক্রমণের ধাপে গত বছর এপ্রিলে রাজধানীতে অসহায় মানুষের সেবায় ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস চালু করে কেন্দ্রীয় যুবলীগ। গত বছর ২৬ মার্চ থেকে অঘোষিত লকডাউন শুরুর পর হতে সেপ্টেম্বর পর্যন্ত সারা দেশে যুবলীগের নেতাকর্মীরা বিনামূল্যে খাদ্য সামগ্রী, মাস্ক, হ্যান্ড ওয়াশ, স্যানিটাইজারসহ স্বাস্থ্যসুরক্ষা সামগ্রী বিতরণ করে। এছাড়া করোনা আক্রান্ত লাশ দাফন-কর্মে যুবলীগ আত্মনিয়োগ করে।

টেলিমেডিসিন সেবাদানকারী চিকিৎসক ও তাদের ফোন নম্বর:

সমন্বয়ক কমিটি

ডা. খালেদ শওকত আলী-০১৭৫৫৫৭৭৫৮৯, ডা. মো. হেলাল উদ্দিন-০১৮১৯২৭৫২১২, ডা. ফরিদ রায়হান-০১৭১১৩৭৬৭১৬, ডা. মাহফুজার রহমান উজ্জ্বল-০১৮১৮৭১৫৮৮৫, ডা. মনজুরুল ইসলাম ভূঁইয়া রাফি-০১৭১২০০৯১৬০, ডা. আওরঙ্গজেব আরু-০১৭১১১১০৬৭৯, ড. মো. রায়হান সরকার রিজভী-০১৫১৮৪৭৪২৯৮, মো. নাজমুল হাসান-০১৭১২৭৩৯৮০৬, ডা. নুরুল ইসলাম হাসিব-০১৮১৮৭৯৫৯৭৬, ডা. সম্রাট নাসের খালেদ-০১৭১৭৪৬৩৩৮৩, ডা. মফিজুর রহমান জুম্মা-০১৬৭০২৪২৯৬৭, ডা. মো. আতিকুর রহমান-০১৭৪৮৪৭৯০৯৮, ডা. মো. জাহাঙ্গীর আলম জুয়েল-০১৭২২১২২১৫২।

সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত
ডা. তানিয়া খালেদ-০১৭৫৩৫৫২৫৫৬, ডা. মো. বনি ইয়ামিন খান-০১৭৪০২৩৩৯৫১, ডা. মো. ইবরাহিম খলিল জিলন-০১৭৯৬২৯৯৮৯৮, ডা. মো. মাহফুজুল হাসান খান সৈকত-০১৬৭৩৬৯৯০৩৮, ডা. এস এম সাঈদ উল আলম-০১৯১১৮৯৬৮৮৪, ডা. শাহরিয়ার তাহমিদ ফয়সাল-০১৬১৮৬৮৪৫৪৫, ডা. নৌশিন নাহিদ তাম্মি-০১৭৫১০৯৮৯১১, ডা. নাসের বদরুদ্দোজা-০১৭০৩০৪৯০১২, ডা. সঞ্জয় সাহা-০১৭৭১৯৪২২৬১, ডা. মো. নুরুজ্জামান-০১৭১১২৪৭৬৯৬, ডা. মো. সাজ্জাদ আল হাসান-০১৫১৫২০১৭২৮, ০১৭৬৮১৯৯২৯৩, ডা. নাজমুল হক-০১৭১৫৮৭১২৮৭, ডা. শান্ত দেবনাথ-০১৮৬৩৭৫৪৭৯০, ডা. মো. ফেরদৌস রাসেল-০১৭১০৪৩২৫৫৬, ডা. রাকিব উদ্দিন-০১৮১৮০৬৫৯৩০, ডা. দেবাশীষ চক্রবর্তী দেবু-০১৭৭৫৭৩৯৬৩৪।

দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত
অধ্যাপক ডা. মো. আবু তাহের ০১৮১৬৩৫৭৩৫৫, অধ্যাপক ডা. আশিস কুমা বণিক ০১৭১৩৩৭৫২৭৮, ডা. মুস্তাকিম আহমেদ-০১৬২৮৯৭৮৪১৮,ডা. মো. আমিনুর রহমান অপু-০১৭১১৩৯০০৩৭,ডা. রাজিয়া সুলতানা তুলি-০১৬৮৪১৯৪৬০৯, ডা. আইনুন আহমেদ-০১৭২৫৬০৮৪৪৫, ডা. তোফাজ্জল হোসেন লিমন-০১৭১৭৬৩৯৮৭৯, ডা. সৈয়দ কুদরত ই খুদা সন্ধি-০১৭১৭৪৩৭১৩৭, ডা. নুরিন নাজিয়া নাওয়ার-০১৮৪৩৩৭২৫৭৫, ডা. নাফিজ ইমতিয়াজ-০১৬৭০৭৮০৮৭০, ডা. আবদুল্লাহ আল মামুন-০১৬৩৯৬৬৪৩৬৬, ডা. সৈয়দ মো. শহীদ-০১৬৮৪৫০১০৫৯, ডা. রাহাত বিন আমিন-০১৭৮৬৪১১১১৯, ডা. অন্তরদ্বীপ নন্দী-০১৭৭৪১৪৮১৫৫, ডা. তনুশ্রী প্রামানিক-০১৭১৬০৫৭৭৭৮, ডা. চয়ন বিশ্বাস-০১৬৮৩৫১১৮৯১, ডা. সোহরাব হোসেন-০১৬১১৭৫১০৫৫, ডা. হিমেল চাকমা-০১৮৪১২৩২৩০৩, ডা. শেখ ইসতিয়াক আশিক-০১৭২০৫৯৬৫২২, ডা. গোলাম কিবরিয়া চৌধুরী রাজিব-০১৭১৯১৩৯৭৭৬।

বিকাল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত
ডা. আরেফিন পাটোয়ারী জুয়েল-০১৭১১১১৯৮৪১, ডা. ফারজানা মুনমুন-০১৭১১৪৬৫৬১৮, ডা. কাজী আরিফুল ইসলাম-০১৬১১৩০৯৫০৫, ডাঃ মাকাম মাহমুদ-০১৯২৪৬৫৬৬১১, ডা. ফারহান আনজুম-০১৭০৬০৭২৩১৯, ডা. সাদিয়া ইসলাম প্রজ্ঞা-০১৬২৩৪১৪৮৩৮, ডা. কাউছার হোসাইন নয়ন-০১৮৩৫০৮২৪৬৩, ডা. মহিউদ্দিন মাহমুদ গালিব-০১৭২৩০৭৮৯৩৬, ডা. ফিরোজ আলী মুফতি-০১৭১৬১৭২৯১৩, ডা. যুবায়ের ইবনে খায়ের-০১৬৩০৪৪৭৮৩৩, ডা. তাপস দাশ-০১৯১২১৬৫০৪০, ডা. জাহিদ হাসান পলাশ-০১৬১০০২৫৫৫৩, ডা. মোস্তাফা হাসান নূর জায়েদ-০১৭৯০২৮৯৪৭৪, ডা. আলীনূর রাজিব-০১৭২৭৩৭৪২৭৫, ডা. সামিউল হাসান সুমিত-০১৭৬৭৩৬১৫০২৩, ডা. সৈয়দ হোসাইন আহমেদ রাসেল-০১৩০৪০০৬০০০, ডা. খন্দকার শিবলী শাকিল-০১৬৭৪৮৯১০৯০, ডা. আফরোজা আক্তার-০১৭১২৭২৫২৫৭।

চিত্রদেশ//এসএইচ//

Related Articles

Back to top button