এনজিও কর্ণারপ্রধান সংবাদসংগঠন সংবাদ

১১ জন বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা দিল রোটারি

স্টাফ রিপোর্টার:
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, বাংলাদেশ বর্তমানে বিশ্ব ফোরামে মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছে। এর সম্পূর্ণ কৃতিত্ব দেশ মাতৃকার অহংকার বীর সেনানী মুক্তিযোদ্ধাদের।

রোটারি ইন্ট্যারন্যাশনাল বাংলাদেশ জেলা-৩২৮১ এর কেন্দ্রীয় সম্মেলনে ১১ জন বীর মুক্তিযোদ্ধার সম্মাননা প্রদান অনুষ্ঠানে মন্ত্রী শুক্রবার ঢাকায় এসব কথা বলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন আন্তর্জাতিক রোটারির প্রেসিডেন্ট (নির্বাচিত) শেখর মেহতা, আরআইপিআর আবদুল আহাদ, জেলা গভর্নর এম রুবাইয়াত হোসেন, গভর্নর নির্বাচিত ব্যারিস্টার মুতাসিম বিল্লাহ ফারুকী, গভর্নর নমিনি ইঞ্জিনিয়ার এম এ ওয়াহাব, গভর্নর এনডি নুরুল কবির, পিডিজি শামসুল হুদা, গোলাম মোস্তফা, শওকত হোসেন, মহাসচিব নুরুল হুদা পিন্টু, কনফারেন্স চেয়ার ইকবাল হোসেন প্রমুখ।

যেসব মুক্তিযোদ্ধাদের বিশেষ সম্মাননা প্রদান করা হয় তারা হচ্ছেন- সাবেক প্রধানমন্ত্রী তাজুদ্দীন আহমেদ, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক, কামাল লোহানী, জাকারিয়া পিন্টু, কাজী সাজ্জাদ জহীর, সৈয়দ আবদুল হাদী, লে. জেনারেল (অব.) সফিউল্লাহ, লে. জেনারেল (অব.) হারুন-অর-রশীদ, খান সারওয়ার মুর্শিদ, কাজী মেসবাহ উন নাহার, রোটারির সাবেক গভর্নর গোলাম মুস্তাফা।

অনুষ্ঠানে মরহুম মুক্তিযোদ্ধাদের পক্ষে তাদের পরিবারের সদস্য এবং অন্যরা সশরীরে উপস্থিত হয়ে এ সম্মাননা গ্রহণ করেন।

 

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button