হোয়াইটওয়াশ এড়াল অস্ট্রেলিয়া
স্পোর্টস ডেস্ক:
১৪৬ তাড়া করতে নামা অস্ট্রেলিয়া ১৪ রানে তিন উইকেট হারিয়েছিল আদিল রশিদের স্পিনের ফাঁদে পড়ে। মিচেল মার্শের অপরাজিত ৩৯ রানে অস্ট্রেলিয়া পাঁচ উইকেটে তৃতীয় ও শেষ টি ২০ জিতে হোয়াইটওয়াশ এড়ায়।
সেই সঙ্গে টি ২০ র্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রাখে। সাউদাম্পটনে গত পরশু অস্ট্রেলিয়া সান্ত্বনার জয় পেলেও ইংল্যান্ড সিরিজ জিতে নিল ২-১ এ। দু’দল এবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে। প্রথম ম্যাচ শুক্রবার ওল্ড ট্রাফোর্ডে।
অসিদের হোয়াইটওয়াশ করতে না পারার জন্য নিজেদের দায়ী করতে পারে ইংল্যান্ড। তিনটি ক্যাচ ফেলার পর ম্যাচ জেতার আশা করা যায় না। তার সঙ্গে যোগ হয় ভুলে ভরা ফিল্ডিং। জস বাটলার ও এউইন মরগানের অনুপস্থিতিতে প্রথমে ব্যাট করা ইংল্যান্ড ১৪৫/৬-এ থামে। চোটের দরুন খেলতে না পারা মরগানের অনুপস্থিতিতে ইংল্যান্ডকে নেতৃত্ব দেন মঈন আলী। বিফলে যায় বেয়ারস্টোর ফিফটি (৪৪ বলে ৫৫)।
সংক্ষিপ্ত স্কোর
ইংল্যান্ড ১৪৫/৬, ২০ ওভারে (জনি
বেয়ারস্টো ৫৫, দাভিদ মালান ২১, মঈন
আলী ২৩, জো ডেনলি ২৯*।
জাম্পা ২/৩৪)।
অস্ট্রেলিয়া ১৪৬/৫, ১৯.৩ ওভারে (ম্যাথু
ওয়েড ১৪, অ্যারন ফিঞ্চ ৩৯, মার্কাস স্টয়নিস ২৬, মিচেল মার্শ ৩৯*, অ্যাস্টন অ্যাগার
১৬*। আদিল রশিদ ৩/২১)।
ফল : অস্ট্রেলিয়া ৫ উইকেটে জয়ী।
সিরিজ : তিন ম্যাচের সিরিজ
ইংল্যান্ড ২-১ এ জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ : মিচেল মার্শ (অস্ট্রেলিয়া)।
ম্যান অব দ্য সিরিজ : জস বাটলার (ইংল্যান্ড)।
চিত্রদেশ //এল//