প্রধান সংবাদ

হেফাজত নেতা বাবুনগরীর মৃত্যু

চট্রগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হেফাজতে ইসলামের আমির ও হাটহাজারী মাদ্রাসার পরিচালক জুনাইদ বাবুনগরীর মৃত্যু হয়েছে।

দলটির সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস বিষয়টি নিশ্চিত করেছেন।

সিএসসিআর নামে চট্টগ্রাম নগরীর একটি বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।

এর আগে দুপুর ১২টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

সাংগঠনিক সম্পাদক মীর ইদ্রিস বলেন, ‘বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাবুনগরী অসুস্থ হয়ে পড়েন। এরপর অ্যাম্বুলেন্সে তাকে হাসপাতালে নেয়া হয়।’

বাবুনগরী হৃদরোগ, কিডনি জটিলতা, ডায়াবেটিকস ও উচ্চ রক্তচাপে ভুগছিলেন।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button