গল্প-কবিতা
হুমায়ুন কবির হিমুর কবিতা- ‘এ যাত্রায় যদি বেঁচে যাই’
এ যাত্রায় যদি বেঁচে যাই-
তাহলে শুধরে নিবো
অতীতের সব ভুল গুলি..
এ যাত্রায় যদি বেঁচে যাই
তোমায় নিয়ে পারি দিবো
সঙ্গে নিয়ে সব টোপলাটোপলি।
এ যাত্রায় যদি বেঁচে যাই
কাছেও ভিরবো না
সেই সব মানুষের
যারা নিজেদের স্বার্থে
ক্ষতি করে বেড়ায় অন্যের।
এ যাত্রায় যদি বেঁচে যাই
ভালো হয়ে থাকবো না বসে ঘরে
প্রয়োজনে গলা টিপে ধরবো তাদের
যারা আমাদের অধিকার নিয়ে খেলা করে।
এ যাত্রায় যদি বেঁচে যাই
বন্ধু নির্বাচনে করবো না আর ভুল
মনের মাঝে আগাছা নয়
ফুটাবো হাজারো ফুল।
এ যাত্রায় যদি বেঁচে যাই
আমি ঠিক খুজে নিবো তোমায়
যে তুমি ভুল বুঝে
ছেড়ে গিয়েছিলে আমায়
এ যাত্রায় যদি বেঁচেযাই
জীবনের ভুল গুলি সব করবো নাশ
তারপর তোমায় নিয়ে
সুখে শান্তিতে করিবো বসবাস…!!!