
শিক্ষা
হঠাৎ এমপিও আবেদন স্থগিত
স্টাফ রিপোর্টার:
মেমিস সার্ভার রক্ষণাবেক্ষণ কাজ চলমান থাকায় হঠাৎ অনলাইনে মাদ্রাসার এমপিও আবেদন সাময়িক স্থগিত করা হয়েছে। মাদরাসা শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, মেমিস সার্ভার রক্ষণাবেক্ষণের কাজ চলছে। তাই সার্ভার বন্ধ আছে। রক্ষণাবেক্ষণের কাজ শেষ হলে সার্ভার চালু হবে। সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা অধিদপ্তর।
এর আগে চলতি মাসের ৬ তারিখ ইএমআইএস সেলে এমপিওসহ সব প্রকার অনলাইন আবেদন ও তথ্য সংশোধন স্থগিত করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। ইএমআইএস সেলের নতুন সফটওয়্যারে মাইগ্রেশনের প্রক্রিয়া চলমান থাকায় আবেদন গ্রহণ বন্ধ করা হয়েছে।
চিত্রদেশ //এস//