অপরাধ ও আইনপ্রধান সংবাদসারাদেশ

সিলেটে সৎ মা ও ভাই-বোনকে কুপিয়ে হত্যা, আটক ১

সিলেট প্রতিনিধি:
সিলেট মহানগরের শাহপরান থানাধীন বিআইডিসি এলাকার মীর মহল্লায় সৎভাইয়ের ছুরিকাঘাতে আহত শিশু তাহসানও (৭) মারা গেছে।

বৃহস্পতিবার দিনগত রাত ৪টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে রাত ১২টার দিকে সৎমা রুবিয়া বেগম (৩০) এবং তার মেয়ে মাহাকে (৯) ছুরি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে হত্যা করেন ঘাতক আবাদ হোসেন।

এ সময় তার ছুরির আঘাতে আহত হয় শিশু তানসান। পরে তাকে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিৎিসাধীন অবস্থায় কয়েক ঘণ্টা পর সে মারা যায়।

শুক্রবার সকালে শাহপরান থানার ওসি সৈয়দ আনিসুর রহমান জানান, সৎভাই আবাদের ছুরিকাঘাতে আহত শিশু তাহসান হাসপাতালে মারা গেছে।

এদিকে বৃহস্পতিবার রাতে হত্যাকাণ্ডের পর স্থানীয়দের সহযোগিতায় আবাদকে ছুরিসহ আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি হত্যার কথা স্বীকার করেছেন বলে পুলিশ জানিয়েছে।

ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আবাদ জানিয়েছেন, তার নিজের মা বিয়ানীবাজারে থাকে। তার বাবা সৎমাকে নিয়ে শাহপরান এলাকায় থাকে। কয়েক মাস আগে দোকান দেখাশোনার জন্য তার বাবা তাকে এখানে আনে। কিন্তু বিষয়টি তার সৎমা পছন্দ করেনি। কয়েক দিন ধরে সৎমায়ের আচরণে ক্ষিপ্ত হয়েই তিনি তাদের ওপর হামলা চালান।

পুলিশের এ কর্মকর্তা বলেন, শুধু হত্যা করেই ক্ষ্যান্ত হননি আবাদ, লাশগুলো পুড়িয়ে ফেলার চেষ্টাও করেন তিনি।

 

চিত্রদেশ//এইচ//

Related Articles

Back to top button