প্রধান সংবাদ

স্বাস্থ্য মন্ত্রণালয় বলেনি ‌‘টিকা ছাড়া বের হওয়া যাবে না’

স্টাফ রিপোর্টার:
‘করোনাভাইরাসের টিকা না নিয়ে আগামী ১১ আগস্ট থেকে ১৮ বছরের ঊর্ধ্বে কেউ রাস্তায় চলাফেরা করতে পারবে না’ বলে যে সংবাদটি প্রচার হচ্ছে তা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়নি।

মঙ্গলবার রাতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।

বার্তায় বলা হয়, বিভিন্ন টিভি চ্যানেলের নিউজ স্ক্রলে ‌‘টিকা নেওয়া ছাড়া ১৮ বছরের ঊর্ধ্বে কেউ বাইরে বের হতে পারবে না’ বলে যে সংবাদটি প্রচার হচ্ছে তা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়নি। প্রচারিত এই তথ্য সঠিক নয়।

এর আগে একইদিনে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, অবশ্যই সবাইকে টিকা নিতে হবে। ১১ আগস্ট থেকে টিকা না নিয়ে ১৮ বছরের বেশি কেউ চলাচল করলে তাকে সাজার আওতায় আনা হবে।

তিনি আরো বলেছেন, আইন না করলেও অধ্যাদেশ জারি করে হলেও শাস্তি দেওয়ার ক্ষমতা দেওয়া হবে। যেহেতু সংসদ বন্ধ তাই আইন পাস করা সম্ভব নয়।

চিত্রদেশ//এফটি//

Related Articles

Back to top button