প্রধান সংবাদ

সৌদি থেকে ৪০৯ জনকে দেশে নিয়ে এসেছে বাংলাদেশ বিমান

স্টাফ রিপোর্টার:
করোনাভাইরাসের কারণে সৌদি আরব আন্তর্জাতিক সব ফ্লাইট চলাচল বন্ধ করে দিলেও বিশেষ ব্যবস্থায় সেখান থেকে ২৯৯ ওমরাহ যাত্রীসহ মোট ৪০৯ জনকে দেশে নিয়ে এসেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট।

মঙ্গলবার (১৭ মার্চ) বিকেল সোয়া ৪টায় ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এ তথ্য নিশ্চিত করেছেন বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও সিইও মোকাব্বির হোসেন।

এর আগে স্থানীয় সময় সকাল ৭টা ২৮ মিনিটে ফ্লাইটটি জেদ্দার বাদশাহ আবদুল আজিজ বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়।

বিশেষ ব্যবস্থায় দেশে ফিরলেও এখন অন্য বিদেশফেরত যাত্রীদের মতো এদেরও করোনাভাইরাস সংক্রান্ত স্ক্রিনিংয়ের মধ্য দিয়ে যেতে হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনা অনুযায়ী, কারও মধ্যে করোনার লক্ষণ-উপসর্গ না পাওয়া গেলে ইমিগ্রেশন শেষে তাদের হোম কোয়ারেন্টাইনে পাঠানোর কথা রয়েছে।

করোনাভাইরাসের বিস্তাররোধে সৌদি সরকারের সিদ্ধান্ত অনুযায়ী ১৫ মার্চ থেকে রিয়াদ, দাম্মাম, জেদ্দা ও মদিনায় সব ধরনের ফ্লাইট বন্ধ রয়েছে। আগামী দুই সপ্তাহ এই সিদ্ধান্ত কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে কেউ দেশে ফিরতে পারবেন না। তাই সৌদিতে আটকে পড়া ওমরাহ যাত্রীদের আনতে বিশেষ ফ্লাইট পাঠায় বিমান।

করোনার প্রাদুর্ভাবে ইতোমধ্যে অধিকাংশ রুটেই ফ্লাইট বন্ধ করে দিয়েছে বিমান। সর্বশেষ মালয়েশিয়ার কুয়ালালামপুর রুটেও ফ্লাইট চলাচল বন্ধ ঘোষণা করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। এর আগে ওমান, কুয়েত, কাতার, ও ভারতে ফ্লাইট বন্ধের ঘোষণা দেয় বিমান।

চীনের উহান শহরে প্রথম শনাক্ত হওয়া করোনাভাইরাস বিশ্বের ১৬২টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। এতে বিশ্বব্যাপী ৭ হাজার ১৬৫ জনের মৃত্যু হয়েছে। বিভিন্ন দেশে আক্রান্তের সংখ্যা ১ লাখ ৮২ হাজার ৫৫০। অপরদিকে, হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৯ হাজার ৮৮১ জন।

 

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button