অর্থ-বাণিজ্যপ্রধান সংবাদ

সেপ্টেম্বরে দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড

স্টাফ রিপোর্টার:
মহামারি করোনার মধ্যেও প্রবাসী আয়ে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। গত সেপ্টেম্বরে ২১৫ কোটি ১০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা।

একক মাস হিসেবে যা দেশের ইতিহাসে এ যাবৎকালের দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্স।

এর আগে গত জুলাই মাসে সর্বোচ্চ ২৫৯ কোটি ৯৫ লাখ ডলার রেকর্ড রেমিট্যান্স এসেছিল।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) বাংলাদেশ ব্যাংকের এ সংক্রান্ত এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে ২১৫ কোটি ১০ লাখ মার্কিন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১৮ হাজার কোটি টাকা ছাড়িয়েছে (প্রতি ডলার ৮৪ টাকা ধরে)। যা আগের বছরের একই সময়ের চেয়ে ৬৪ কোটি ৪০ লাখ ডলার বা ৪৫ দশমিক ৬৩ শতাংশ বেশি। গত বছরের সেপ্টেম্বরে ১৪৭ কোটি ৬৯ লাখ ডলারের রেমিট্যান্স পাঠিয়েছিলেন প্রবাসীরা।

এদিকে চলতি অর্থবছরের তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) রেমিট্যান্স এসেছে ৬৭১ কোটি ৩০ লাখ ডলার। গত অর্থবছরের একই সময় রেমিট্যান্স এসেছিল ৪৫২ কোটি ডলার। সেই হিসাবে চলতি অর্থবছরের প্রথম তিন মাসে প্রবাসী আয়ে প্রবৃদ্ধি দাঁড়িয়েছে ৪৮ দশমিক ৫৭ শতাংশ।

চিত্রদেশ//এল//

Related Articles

Back to top button