প্রধান সংবাদ

সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

নিজস্ব প্রতিবেদক
সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি দিয়েছে কক্সবাজার জেলা প্রশাসন। তবে মন্ত্রণালয়ের গঠিত কমিটি এখনও স্থান নির্ধারণ না করায় কবে ও কোথা থেকে জাহাজ ছাড়বে তা নিয়ে ধোঁয়াশা থেকে যাচ্ছে।

সোমবার (২৫ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন আহমেদ।

তিনি জানান, তাদের কাছে শুধু পর্যটকবাহী জাহাজ কেয়ারী সিন্দাবাদ অনুমতির জন্য আবেদন করেছিল। তারা সেই জাহাজকে অনুমতি দিয়েছে। তবে কখন দ্বীপে যাবে সেটি চূড়ান্ত করবে মন্ত্রণালয়ের গঠিত কমিটি।

এ বিষয়ে মন্ত্রণালয়ের গঠিত কমিটির আহ্বায়ক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াছমিন চৌধুরী জানান, আগামী ২৭ নভেম্বর তারা কমিটির বৈঠক আহ্বান করেছেন। সেই বৈঠকে সিদ্ধান্ত হবে কোন জায়গা থেকে জাহাজ ছাড়বে।

প্রসঙ্গত, মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতের ফলে নাফনদী অনিরাপদ হয়ে উঠেছে। তাই ইনানী অথবা কক্সবাজার শহরের নুনিয়ারছড়া থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের সম্ভাবনা রয়েছে।

Related Articles

Back to top button