‘সেনাবাহিনীর সদস্যদের জন্য উচ্চশিক্ষার ব্যবস্থা করেছি’
স্টাফ রিপোর্টার:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সেনাবাহিনীর সদস্যদের জন্য উচ্চশিক্ষার ব্যবস্থা করেছি। তারা অল্প বয়সে চাকরিতে যোগদান করে। উচ্চশিক্ষার সুযোগ পায় না। তাই তাদের জন্য ৩ বছর মেয়াদী প্রশিক্ষণ কোর্স ও ৪ বছর মেয়াদী অনার্স কোর্সের ব্যবস্থা করে দিয়েছি। যাতে তারা আন্তর্জাতিক পরিমণ্ডলে তাল মিলিয়ে চলতে পারে।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকালে চট্টগ্রামের ভাটিয়ারীতে রাষ্ট্রপতি কুচকাওয়াজ-২০২০ ও ৭৯তম বিএমএ লং কোর্সের সমাপনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এ কথা বলেন। গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, ‘প্রতিটি ক্ষেত্রে সেনাবাহিনী নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে। করোনা মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এ বাহিনী। করোনার বিষয়ে মানুষকে সচেতন করতে কাজ করেছে। এটা করতে গিয়ে অনেকে অসুস্থ হয়েছেন। অনেকে মারা গেছেন। দেশের যেকোনো দুযোর্গ মোকাবিলায় সেনাবাহিনী কাজ করে যাচ্ছে। বিশ্ব শান্তিরক্ষায় তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।’
দেশের মান মর্যাদা সম্মুনত রাখতে সেনাবাহিনীর নবীন সদস্যদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘দেশের মানুষকে ভালোবাসতে হবে। দেশের জন্য কাজ করতে হবে। মনে রাখতে হবে, আমরা যুদ্ধ করে জয় করেছি। আমরা বিজয়ী জাতি। সেটা মাথায় রেখে মাথা উঁচু করে চলতে হবে।’
সেনাবাহিনীর নবীন সদস্যদের উদ্দেশে তিনি বলেন, ‘জীবনের বড় ব্যাপার সততা আর নিষ্ঠা। তোমরা দেশকে ভালোবাসবে। তোমরা এ দেশের সম্পদ। দেশের উন্নতি হলে সবার উন্নতি হবে। দেশ শান্তিতে থাকলে সবাই শান্তিতে থাকবে।’
চিত্রদেশ//এলএইচ//