প্রধান সংবাদমুক্তমত

সুন্দর আচরণ-কানিজ কাদীর 

আমরা প্রায়শই কারণে অকারণে আমাদের আচরণ খারাপ করে ফেলি। আসলে আমরা বুঝি না যে আমাদের ভাল আচরণই আমাদের জীবনের সঞ্চয়। একজনের খারাপ আচরণ অন্যজনের মনে যে কতটা প্রতিক্রিয়া করতে পারে তা অনেক সময়ই কেউ ভাবে না। অনেকে মনে করে আমি একজনের সাথে খারাপ ব্যবহার করে জিতে গেলাম। মানুষ একজনের সাথে মিলে গেলেও তার খারাপ আচরণ অন্তর থেকে মুছে ফেলতে পারে না। সুন্দর অচেরণও একপ্রকার সঞ্চয়, যা কখনো অর্থের চেয়েও বেশী মূল্যবান। সুন্দর ব্যবহার কখনো টাকা দিয়ে কেনা যায় না । টাকা শেষ হয়ে যায় কিন্তু একজন মানুষের সুন্দর আচরণের সৌন্দর্য্য মানুষ সারাজীবন মনে রাখে। একটা সুন্দর কথা, ব্যবহার মানুষের মনকে বদলে দিতে পারে, শান্তি দিতে পারে। মানুষের বিপদে এগিয়ে যান, সাহায্য করুন, সদাচারণ করুন, মানুষকে উৎসাহ দিন, মানুষকে ছোট করে কথা বলা বন্ধ করুন। এই ছোট ছোট আচরণই আপনার জীবনের নিজস্ব সঞ্চয়। এই সঞ্চয়ই মানুষ কে একদিন অনেক বড়, মহিমান্বিত করতে পারে যা টাকা দিয়েও কেনা যায় না।

Related Articles

Back to top button