আন্তর্জাতিকপ্রধান সংবাদ

সিঙ্গাপুরে আরও ১৭১ বাংলাদেশির করোনা আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক:

লসিঙ্গাপুরে নতুন করে আরও ১৭১ জন বাংলাদেশির করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত করা হয়েছে। মঙ্গলবার পর্যন্ত দেশটিতে মোট ১০৪৯ জন বাংলাদেশি এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত জানায়, সিঙ্গাপুরে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৩২৫২ জন৷ এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিঙ্গাপুরে দশজনের মৃত্যু হয়েছে৷ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন ৬১১ জন।

১৪ এপ্রিল করোনায় আক্রান্ত হয়ে ৭০ বছর বয়স্ক একজন সিঙ্গাপুরীয়ান নাগরিকের মৃত্যু হয়।

সিঙ্গাপুরে সবচেয়ে বড় ক্লাস্টার হিসেবে পংগল এস১১ ডরমিটরিকে চিহ্নিত করা হয়েছে। এই ডরমিটরি থেকে মঙ্গলবার আরো ১৩২ জন করোনায় আক্রান্ত ব্যক্তি শনাক্ত করা হয়। এখন পর্যন্ত সেখান থেকেই ৭১৮ জন অভিবাসী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন৷

১৩১৫ জন এখনও হাসপাতালে চিকিৎসাধীন আছেন৷ এরমধ্যে ২৮ জনের অবস্থা গুরুতর। তাদেরকে আইসিইউতে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে৷

 

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button