সাবেক ইসি সচিব জাহাংগীর গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
রাজধানী থেকে নির্বাচন কমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাংগীর আলমকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (১ অক্টোবর) সকালের দিকে গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের মিডিয়া উইংয়ের উপপুলিশ কমিশনার তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তালেবুর রহমান বলেন, ‘ডামি নির্বাচনের কারিগর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. জাহাংগীর আলমকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়েছে। কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হবে, সে বিষয়টি প্রক্রিয়াধীন।’
জাহাঙ্গীর আলম ১২তম জাতীয় নির্বাচনের সময় নির্বাচন কমিশনের সচিব ছিলেন। নির্বাচনের পর আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হিসেবে নিয়োগ দেয়।
আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৪ আগস্ট তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়।
বিসিএস ১৩তম ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা জাহাংগীর ১৯৯৪ সালে সহকারী কমিশনার হিসেবে খাগড়াছড়িতে কর্মজীবন শুরু করেন। ২০২২ সালে জননিরাপত্তা বিভাগের অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি দিয়ে ইসি সচিবালয়ের সচিব করা হয় তাকে। পরে তাকে জননিরাপত্তা বিভাগে ফেরানো হয়। গত ১৪ অগাস্ট সচিব জাহাংগীরকে বাধ্যতামূলক অবসরে পাঠায় সরকার। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় তিনি নির্বাচন কমিশন সচিবের দায়িত্ব পালন করেছিলেন।