খেলাধুলাপ্রধান সংবাদ

সপ্তমবার এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

স্পোর্টস ডেস্ক:
নারী এশিয়া কাপ ফাইনালে দাপুটে জয়ে শিরোপা জিতেছে ভারত। শিরোপা নির্ধারণী ম্যাচে শ্রীলংকাকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারায় হারমানপ্রীত কৌররা। স্মৃতি মান্ধানার অপ্রতিরোধ্য ব্যাটিংয়ে খুব সহজেই জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

এ নিয়ে নারী এশিয়া কাপের ৮ আসরের মধ্যে ৭বারই চ্যাম্পিয়ন হলো ভারত। শুধুমাত্র গতবার ২০১৮ আসরে মালয়েশিয়ায় ভারতকে হারিয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ।

আজ শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করা শ্রীলংকা ৯ উইকেট হারিয়ে মাত্র ৬৫ রান সংগ্রহ করতে পারে। জবাবে স্মৃতি মান্ধানার হাফসেঞ্চুরিতে ভর করে ৮.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ৭১ করে জয়ের বন্দরে পৌঁছে যায় ভারত।

৬৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দলীয় ৩২ রানে প্রথম উইকেট হারায় ভারত। শেফালি ভার্মাকে ৫ রানে বিদায় করেন রানাভিরা। এরপর দ্রুত বিদায় নেন জেমিমাহ রদ্রিগেসও। তবে আক্রমণাত্মক ছিলেন স্মৃতি। এই ব্যাটার শেষ পর্যন্ত ২৫ বলে ৬টি চার ও ৩টি ছক্কায় ৫১ রানে অপরাজিত থাকেন। অধিনায়ক কৌর ১১ রানে অপরাজিত থেকে মাঠ ছাড়েন।

টস জিতে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের তোপের মুখে পড়ে লংকান ব্যাটাররা। সর্বোচ্চ ১৮ রান করেন ১০ নম্বরে ব্যাট করতে নামা ইনোকা রানাভিরা। ‍ওশিদা রানাসিংহে ১৩ রান করলেও দলের আর কোনো ব্যাটারই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।

ভারতীয় বোলার রেনুকা সিং ৩ ওভারে ৫ রান দিয়ে ৩টি উইকেট নেন। এছাড়া রাজেশ্বরী গায়কড় ও স্নেহা রানা ২টি করে উইকেট পান।

রেনুকা সিং ম্যাচ সেরা হন। আর পুরো আসরে ১৩ উইকেট ও ৯৪ রান করা দিপ্তি শর্মা টুর্নামেন্ট সেরা হন।

/এল//

Related Articles

Back to top button