আন্তর্জাতিক

সন্তানদের স্কুলে পাঠানোর সিদ্ধান্ত ট্রুডো দম্পতির

আন্তজার্তিক ডেস্ক:

করোনা মহামারী শুরুর দিকে গত মার্চ মাস থেকে কানাডার স্কুলগুলো বন্ধ হয়ে যায়। কয়েকমাস বন্ধ থাকার পর পুনরায় স্কুল চালু হয়েছে কানাডায়।

শিক্ষারর্থীদের নিরাপদে রাখতে ইতোমধ্যেই নানা পদক্ষেপ নিয়েছে কানাডা ফেডারেল ও প্রাদেশিক সরকা। উদ্বেগ আর উৎকন্ঠার মধ্যেই অভিভাবকরা তাদের আদরের সন্তানদের স্কুলে পাঠাতে শুরু করেছে।

এমনকি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এবং তার স্ত্রী সোফি গ্রেগোয়ার ট্রুডোও তাদের বাচ্চাদের স্কুলে পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন।

অন্যদিকে, কানাডার কনজারভেটিভ দলের নেতা এরিন ও’টুল তার শিশুদেরও স্কুলে পাঠানোর পরিকল্পনা করেছেন।

উল্লেখ্য, স্কুলগুলোকে পুনরায় চালু করতে ফেডারেল সরকার ২ বিলিয়ন ডলার তহবিল ঘোষণা করেছে।

চিত্রদেশ//এল//

Related Articles

Back to top button