প্রধান সংবাদ

সঙ্কট নিরসনে ঢাকায় নামছে বিআরটিসি ৬০ বাস

স্টাফ রিপোর্টার:
ঢাকায় গণপরিবহনের তীব্র সঙ্কট নিরসনে ৬০টি ডাবল ডেকার বাস নামাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)।

শুক্রবার বিআরটিসি’র চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. তাজুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

তাজুল ইসলাম বলেন, ‘রাজধানীবাসী গত দুই দিন ধরে গণপরিবহন সঙ্কটে পড়ায় দুর্ভাগ পোহাতে হচ্ছে। তাই ৬০টি বিআরটিসি বাস দেওয়া হচ্ছে যাত্রী পরিবহনের জন্য।’

তিনি আরও বলেন, ‘এই বাসগুলো বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের জন্য ব্যবহার করা হতো। এখন সাধারণ যাত্রী চলাচলের জন্য নামানো হচ্ছে।’

বিআরটিসি সূত্র জানা গেছে, রাজধানীর বিভিন্ন রুটের ছয় শতাধিক বিআরটিসি বাস চলাচল করে। অন্যান্য গণপরিবহনের মত বিআরটিসি বাস অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রী পরিবহন করছে। এতে অনেক যাত্রী বাসে উঠতে পারছেন না। নির্ধারিত সময়ে অফিস বা গন্তব্যে পৌঁছাতে পারছেন না। তাই এ উদ্যোগ নেয়া হয়েছে।

চিত্রদেশ//এসএইচ//

 

 

Related Articles

Back to top button