সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে জাতিসংঘের আহ্বান
আন্তর্জাতিক ডেস্ক:
বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী মিয়া সেপ্পো । পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার স্বাধীন তদন্তেরও আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১৮ অক্টোবর)সন্ধ্যায় তিনি তার টুইটে বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার পরিপ্রেক্ষিতে এই আহ্বান জানান।
মিয়া সেপ্পো টু্ইটে লিখেছেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপর সাম্প্রতিক হামলা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিদ্বেষমূলক বক্তব্যের ফল যা সংবিধানের মূল্যবোধের পরিপন্থী। এটা থামানো উচিত।
মিয়া সেপ্পো আরও লিখেছেন, বাংলাদেশ অংশগ্রহণমূলক ও সহনশীল সমাজ প্রতিষ্ঠা জোরদারের প্রয়াসে যুক্ত হতে আমরা সবার প্রতি আহ্বান জানাচ্ছি।
আমরা সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং একটি নিরপেক্ষ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।
চিত্রদেশ//এফটি//