প্রধান সংবাদ

সংক্রমণে কানাডাকে ছাড়িয়ে গেলো বাংলাদেশ

স্টাফ রিপোর্টার:
বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনা সংক্রমণের সংখ্যায় কানাডাকে টপকে ১৭তম স্থানে চলে এসেছে বাংলাদেশ। করোনা নিয়ে সর্বশেষ পরিসংখ্যান প্রচারের ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

এর আগে বুধবারও (১৭ জুন) ওই তালিকায় বাংলাদেশের অবস্থান ছিলো ১৮তম। গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সংখ্যা যোগ হতেই কানাডাকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বুলেটিন প্রচারের পর ওয়ার্ল্ডোমিটারের গ্রাফে বাংলাদেশকে ১৭তম স্থানে দেখা যায়।

দেশে প্রথম অজানা এই ভাইরাসের শনাক্তের তথ্য জানানো হয় গত ৮ মার্চ। ১০৩তম দিন বৃহস্পতিবার এসে এ সংখ্যা ঠেকেছে এক লাখ দুই হাজার ২৯২ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন এক হাজার ৩৪৩ জন। অবশ্য সুস্থ হয়েছেন ৪০ হাজার ১৬৪ জন।

সংক্রমণের তালিকায় বিশ্বের নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটিতে এখন পর্যন্ত ২১ লাখ ৬৩ হাজার ২৯০ জন সংক্রমিত হয়েছেন। এরপরে রয়েছে, ব্রাজিল, রাশিয়া, ভারত, যুক্তরাজ্য, স্পেন, পেরু, ইতালি, চিলি, ইরান, ফ্রান্স, জার্মানি, তুরস্ক, পাকিস্তান, মেক্সিকো ও সৌদি আরব।

বাংলাদেশের অবস্থান সৌদি আরবের পরেই। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে এক লাখ ৪১ হাজার ২৩৪ জন সংক্রমিত হয়েছেন।

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button