প্রধান সংবাদ

শোক দিবসে জঙ্গি হামলার আশঙ্কা নেই : ডিএমপি

স্টাফ রিপোর্টার:
জাতীয় শোক দিবসে জঙ্গি হামলার আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. শফিকুল ইসলাম।

রোববার (১৪ আগস্ট) দুপুরে শোক দিবসের কর্মসূচি নিয়ে ধানমণ্ডিতে নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

শফিকুল ইসলাম বলেন, ১৫ আগস্ট ধানমন্ডি ৩২ নম্বরে হাজার হাজার মানুষ আসেন। তাই সেখানে দৃশ্যমান প্রতিটি জায়গায় নিরাপত্তা বলয় থাকবে। ভেন্যুগুলো ডগ স্কোয়াড ও মাইন ডিটেক্টরের মাধ্যমে সুইপিং করা হয়েছে। পুরো এলাকা সিসিটিভির মাধ্যমে নজরদারি করা হবে।

তিনি বলেন, সব গোয়েন্দা সংস্থা থেকে এখন পর্যন্ত সুনির্দিষ্ট কোনও হামলার তথ্য পাওয়া যায়নি। আগস্ট মাসে সারাদেশের পুলিশ সতর্ক থাকে। সবকিছু বিবেচনা নিয়ে যতোটা বেশি সম্ভব সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা বলবৎ থাকবে।

ডিএমপি কমিশনার বলেন, পৃথিবীর সব প্রধানমন্ত্রীর সবচেয়ে বেশি নিরাপত্তা ঝুঁকিতে থাকেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ওনার ওপর একাধিকবার হত্যার চেষ্টা করা হয়েছে। এ দিকটা মাথায় রেখে সবসময়ই তার নিরাপত্তা ঝুঁকি থাকে।

তিনি বলেন, যারা ষড়যন্ত্র করতে চায় তারা চাইলে ১০ বছর ধরে পরিকল্পনা করতে পারে। তাই বিষয়টা মাথায় রেখে, দেশীয়-আন্তর্জাতিক প্রেক্ষাপট, নিরাপত্তার ঝুঁকির বিষয় মাথায় রেখে নিরাত্তা ব্যবস্থা হাতে নেওয়া হয়েছে।

//এল//

Related Articles

Back to top button