শুক্র-শনিবার বন্ধ বাণিজ্য মেলা
স্টাফ রিপোর্টার:
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি (ডিএনসিসি ও ডিএসসিসি) করপোরেশন নির্বাচন উপলক্ষে শুক্র ও শনিবার বন্ধ থাকবে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। নির্বাচনের পরদিন থেকে অর্থাৎ আগামী রোববার থেকে মঙ্গলবার পর্যন্ত (২ থেকে ৪ ফেব্রুয়ারি) পর্যন্ত যথাসময়ে মেলা চলবে।
নির্বাচন কমিশনের (ইসি) নির্দেশে বাণিজ্য মেলা বন্ধ থাকবে বলে জানিয়েছে মেলা কর্তৃপক্ষ। এর আগে, গত ১০ জানুয়ারি মেলা বন্ধ ছিল।
ইসির নির্দেশনায় বলা হয়েছে, ‘ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে ভোটগ্রহণের আগের দিন ও ভোটগ্রহণের দিন অর্থাৎ শুক্র ও শনিবার (৩১ জানুয়ারি ও ১ ফেব্রুয়ারি) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ রাখার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের এ সিদ্ধান্তের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হলো।’
উল্লেখ্য, ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার মেয়াদ চার দিন বাড়ানো হয়েছে। ব্যবসায়ীদের ক্ষতির কথা জানিয়ে রফতানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) মেলার মেয়াদ ৮ দিন বাড়ানোর প্রস্তাব পাঠালে বাণিজ্য মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নেয়।
বরাবরের মতো এবারও বছরের প্রথম দিন ১ জানুয়ারি শুরু হয় ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। মাসব্যাপী এ বাণিজ্য মেলা উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত সাড়ে ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে। টিকিটের দাম এ বছর প্রাপ্ত বয়স্কদের জন্য ৪০ টাকা এবং অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা।
চিত্রদেশ//এইচ//