প্রধান সংবাদসারাদেশ
শীত আরও বাড়বে
স্টাফ রিপোর্টার:
তীব্র শীতে চরম দুর্ভোগে পড়েছেন উত্তর জনপদের মানুষ। হাড় কাঁপানো শীতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশায় ঢেকে গেছে এলাকা। হাসপাতালে বেড়েছে রোগীর সংখ্যা। শীত আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়া অধিদপ্তর বলেছে, দেশের উত্তর-পশ্চিম অঞ্চলে বৃহস্পতিবার থেকে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এতে শীতের তীব্রতা আরও বাড়বে।
এ প্রসঙ্গে জ্যেষ্ঠ আবহাওয়াবিদ ওমর ফারুক বলেন, ‘মাঘ মাসের মাঝামাঝি চলছে। ইতোমধ্যে শীতের অনুভূতিও বেড়েছে। বিদায়ের আগে আরেকদফা শৈত্যপ্রবাহ বয়ে যাবে। ২৮ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত এমন আবহাওয়া বিরাজ করবে।’
তিনি জানান, রংপুর, রাজশাহী, চুয়াডাঙ্গাসহ উত্তর পশ্চিমাঞ্চলে বৃহস্পতিবার থেকে রাতের তাপমাত্রা সামান্য কমবে এবং মাঝরাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশা হবে।
চিত্রদেশ//এইচ//