প্রধান সংবাদসারাদেশ

শিমুলিয়া-বাংলাবাজারে যাত্রীর চাপে আটকে আছে যান

মুন্সিগঞ্জ প্রতিনিধি:
ঈদ শেষে দক্ষিণবঙ্গের মানুষ এখনো ফিরেছে ঢাকার কর্মস্থলে। আবার সাপ্তাহিক ছুটিতে অনেকে যাচ্ছেন গ্রামের বাড়িতে।

শুক্রবার (২১ মে) সকাল থেকে যাত্রী ও যানবাহনের উভয়মুখী চাপ পরেছে শিমুলিয়া-বাংলাবাজার নৌরুটে।

সকাল থেকে যাত্রীদের বাড়তি চাপে ফেরিতে যানবাহন পার করা হচ্ছে সীমিত পরিসরে। ফলে দুই ঘাটেই নদী পারাপারে যানবাহনকে অপেক্ষা করতে হচ্ছে দীর্ঘক্ষণ।

মুন্সিগঞ্জের শিমুলিয়াঘাটে বর্তমানে পারাপারের অপেক্ষা রয়েছে ৫০০ ব্যক্তিগত ও পণ্যবাহী যানবাহন। যাত্রী ও যানবাহন পারাপারে ১৮টি ফেরি সচল রয়েছে বলে জানান বিআইডাব্লিউটিসি কর্তৃপক্ষ।

এদিকে গণপরিবহন না থাকায় শিমুলিয়াঘাটে আসা যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে হচ্ছে মোটরসাইকেল, সিএনজিসহ বিভিন্ন যানবাহনে ভেঙে ভেঙে। এতে বাড়তি ভাড়া গুনতে হচ্ছে তাদের।

শিমুলিয়া ফেরিঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) ফয়সাল আহমেদ বলেন, শুক্রবার দুইঘাটে ঢাকা ও দক্ষিণবঙ্গ উভয়মুখী যাত্রীদের চাপ রয়েছে। পাশাপাশি শিমুলিয়াঘাটে যাত্রীবাহী ৩০০ ও পণ্যবাহী ২০০ যানবাহন পারাপারের অপেক্ষায় রয়েছে।

চিত্রদেশ//এস//

Related Articles

Back to top button