অপরাধ ও আইন
শাহজালালে দেড় কেজি সোনা জব্দ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন চেকিং পয়েন্টে ঢাকা থেকে কলকাতাগামী এক যাত্রীর দেহতল্লাশি করে দেড় কেজি সোনার বার উদ্ধার করা হয়েছে।
রোববার দুপুরে ইউ এস বাংলা এয়ারলাইনসের যাত্রী মো. পাশা কলকাতা যাওয়ার আগেই এই সোনা উদ্ধার করা হয়।
বিমানবন্দর কাস্টমস জানিয়েছে, ইউ এস বাংলা এয়ারলাইনসের (ফ্লাইট নং-বিএস ২০১) যাত্রী পাশার চলাচলে সন্দেহ হলে তার কছে থাকা ব্যাগ ও দেহ তল্লাশি করে প্রাথমিকভাবে জুতার ভেতর হতে ১৪ টি সোনার বার উদ্ধার করা হয়। পরে পুনরায় দেহ তল্লাশি করে পকেট থেকে আরো একটি সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোট সোনার ওজন দেড় কেজি। আনুমানিক বাজার মূল্য ৭৫ লাখ টাকা।
জব্দকৃত সোনার শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানিয়েছে বিমানবন্দর কাস্টমস।
চিত্রদেশ//এফ//